নিউইয়র্ক     শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইমরান ও বুশরা বিবির বিরুদ্ধে আরেক মামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৩ | ১২:২১ পূর্বাহ্ণ | আপডেট: ০৮ জুন ২০২৩ | ১২:২১ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইমরান ও বুশরা বিবির বিরুদ্ধে আরেক মামলা

ইমরান খানছবি : টুইটার থেকে নেওয়া

প্রতারণা ও জালিয়াতির অভিযোগ এনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে নতুন একটি মামলা হয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এ মামলা করেছে।

নতুন এ মামলার সঙ্গেও তোশাখানার বিষয়টি জড়িত। এতে বলা হয়েছে, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাবেক এক আইনপ্রণেতা উমর ফারুক জহুরকে একটি ঘড়ি উপহার দিয়েছিলেন। এই ঘড়ি বেহাত করতে জাল ও ভুয়া নথি তৈরি করেছিলেন ইমরান ও বুশরা বিবি।

এ মামলায় ইমরান ও তাঁর স্ত্রী ছাড়া আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী শেহজাদ আকবর, ইমরানের বিশেষ সহকারী জুলফি বুখারি, বুশরা বিবির বন্ধু ফারাহ গোগি। তোশাখানা থেকে উপহার বিক্রির কথা এর আগে স্বীকার করেছেন ইমরান খান। গত বছরের সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, তাঁর ক্ষমতা আমলে পাওয়া উপহারের ৪ শতাংশ তিনি বিক্রি করেছিলেন। সূত্র : প্রথম আলো

এসএ/এমএএস/এমইউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন