নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইতালির রোমে তিন নারীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ | ০৫:১৭ পূর্বাহ্ণ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ | ০৫:১৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইতালির রোমে তিন নারীকে গুলি করে হত্যা

ইতালির রোমের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে এক বন্দুকধারীর গুলিতে অন্তত তিন নারী নিহত হয়েছেন। অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের একটি বৈঠক চলাকালীন সময়ে এক ব্যক্তি বন্দুক বের করে গুলিবর্ষণ শুরু করলে এ হতাহতের ঘটনা ঘটে।

আরোও পড়ুন।ইতালিতে ৭ বাংলাদেশীর মৃত্যু

ইতালির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে রোববার এক প্রতিবেদনে আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরপরই ৫৭ বছর বয়সী ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। ফিদেন জেলার একটি পানশালায় এই বৈঠক চলছিল।

এ হামলায় আরও চার জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ইতালীয় বার্তা সংস্থা আনসাকে এক প্রত্যক্ষদর্শী বলেন, প্রথমে হামলাকারী কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়, তারপর চিৎকার করে বলে “আমি তোমাদের সবাইকে হত্যা করব”। এরপরই ওই ব্যক্তি গুলিবর্ষণ শুরু করে। অপর এক প্রত্যক্ষদর্শী জানান, সন্দেহভাজন হামলাকারী একজন স্থানীয় বাসিন্দা। অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দাদের কমিটির সঙ্গে তার দীর্ঘ বিরোধ রয়েছে।

শেয়ার করুন