নিউইয়র্ক     রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনে বাঁধ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৩ | ১২:৩৭ পূর্বাহ্ণ | আপডেট: ১৯ জুন ২০২৩ | ১২:৩৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইউক্রেনে বাঁধ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৫

রাশিয়ার অধিকৃত ইউক্রেন অঞ্চলে দিনিপ্রো নদীর বাঁধ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ এ পৌঁছেছে। রোববার কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, বন্যায় কমপক্ষে ১৬ জন মারা গেছে এবং ৩১ জন নিখোঁজ রয়েছে। একই দিন রুশ সমর্থিত খেরসন কর্মকর্তা আন্দ্রে আলেকসেনকো টেলিগ্রামে পোস্টে জানিয়েছেন, নিহতের সংখ্যা বেড়ে ২৯ এ পৌঁছেছে।

ইউক্রেনের মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্লাবিত এলাকা থেকে তিন হাজার ৬১৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে, যাদের মধ্যে ৪৭৪ শিশু এবং ৮০ জন অক্ষম ব্যক্তি রয়েছে। দক্ষিণ ইউক্রেনের নোভা কাখোভকা বাঁধটি ৬ জুন ধসে পড়ে। এটি ইউক্রেনের বৃহত্তম জলাধার। এ ঘটনার জন্য রাশিয়া ও ইউক্রেনকে পরস্পরকে দায়ী করে আসছে।

শেয়ার করুন