নিউইয়র্ক     শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের সঙ্গে আলোচনার কোনও ভিত্তি নেই : ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৩ | ১০:২০ পূর্বাহ্ণ | আপডেট: ১১ জুন ২০২৩ | ১০:২০ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইউক্রেনের সঙ্গে আলোচনার কোনও ভিত্তি নেই : ক্রেমলিন

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। ছবি: তাস

ইউক্রেনের সঙ্গে আলোচনা করার মতো কোনও ‘ভঙ্গুর ভিত্তি’ও নেই বলে জানিয়েছে মস্কো। এমনকি সম্ভাব্য আলোচনার জন্য রাশিয়ার পক্ষ থেকে কোনও পূর্বশর্তও নেই বলে জানিয়েছে দেশটি। রবিবার (১১ জুন) এক সাক্ষাৎকারে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এমন কথা বলেছেন।

পেসকভ বলেন, ‘আলোচনার কোনও ভিত্তি নেই। প্রথমত, কিয়েভ সরকার আলোচনায় আগ্রহী না, দ্বিতীয়ত, তারা অপ্রস্তুত এবং তৃতীয়ত এমন সমঝোতা হতে দেবে না তাদের নিয়ন্ত্রকেরা (যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা)।’ সাক্ষাৎকারের এই অংশ টেলিগ্রামে পোস্ট করেন রুশ সাংবাদিক পাভেল জারুবিন।

এর আগে পেসকভ বলেছিলেন, রাশিয়ার কাছে নিজ ভূখণ্ডের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিরাপত্তার স্বার্থেই সীমান্তবর্তী দেশগুলোর মার্কিন নেতৃত্বধীন সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়া নিয়ে আপত্তি ক্রেমলিনের। এদিকে ন্যাটো সদস্য হতে মরিয়া হয়ে উঠেছে রুশ সীমান্তবর্তী ইউক্রেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। শুরু হয় যুদ্ধ, যা এখনও চলমান। যুদ্ধে এতদিন মার খেয়ে আসলেও রাশিয়ার বিরুদ্ধে এবার পাল্টা হামলা শুরু করেছে বলে দাবি করছে ইউক্রেন। সূত্র: তাস

শেয়ার করুন