নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে সরালেন জেলেনস্কি

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১১:২৪ অপরাহ্ণ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৪৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে সরালেন জেলেনস্কি

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ। ছবি : সংগৃহীত

চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে তাঁর পদ থেকে সরানো হয়েছে। গতকাল রোববার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এই তাঁকে বরখাস্তের ঘোষণা দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। রাতের ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন পদ্ধতির সময় এসেছে।

জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পদে ওলেকসি রেজনিকভের উত্তরসূরি হিসেবে রুস্তেম উমেরভকে মনোনীত করেছেন তিনি। রুস্তেম উমেরভ ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পত্তি তহবিলের পরিচালক।

এ বিষয়ে জেলেনস্কি তাঁর ভাষণে বলেন, ‘আমি মনে করি, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নতুন করে সাজানোর প্রয়োজন রয়েছে। এই মন্ত্রণালয়ের নতুন পদ্ধতি দরকার, যাতে সমাজ ও সামরিক বাহিনীর মধ্যে এই মন্ত্রণালয় সমন্বয় ঘটাতে পারে।’ ধারণা করা হচ্ছে, রেজনিকভ লন্ডনে কিয়েভের নতুন রাষ্ট্রদূত হবেন। সেখানে তিনি সিনিয়র রাজনীতিবিদদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পুরোদমে আক্রমণ শুরুর আগ থেকেই এই মন্ত্রণালয়ের নেতৃত্ব দিয়ে আসছিলেন রেজনিকভ। ৫৭ বছর বয়সী ওলেকসি রেজনিকভ ইউক্রেনের যুদ্ধের শুরু থেকেই বিশ্বে একজন সুপরিচিত ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। তিনি নিয়মিত ইউক্রেনের পশ্চিমা মিত্রদের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন এবং অতিরিক্ত সামরিক সরঞ্জামের জন্য লবিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

দেশটির গণমাধ্যমগুলো বলছে, কিছুদিন থেকে তাঁর বরখাস্ত হওয়ার বিষয়ে গুঞ্জন ছিল। গত সপ্তাহে রেজনিকভ সাংবাদিকদের বলেছিলেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার জন্য অন্যান্য পদ খুঁজছেন। জেলেনস্কি যদি তাঁকে অন্য কোনো দায়িত্বশীল পদে কাজ করার সুযোগ দেন তাহলে তিনি রাজি হতে পারেন।

শেয়ার করুন