নিউইয়র্ক     রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের পাল্টা আক্রমণের আসল পরীক্ষা সামনে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৩ | ১০:১৭ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ জুন ২০২৩ | ১০:১৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইউক্রেনের পাল্টা আক্রমণের আসল পরীক্ষা সামনে

পুনরুদ্ধার করা গ্রামে ইউক্রেনীয় ট্যাঙ্ক। ছবি: রয়টার্স

পাল্টা আক্রমণ শুরু করে এক সপ্তাহেই ৭টি গ্রাম রাশিয়ার থেকে পুনরুদ্ধার করে ফেলেছে ইউক্রেন। রুশ বিরোধী পাল্টা হামলা কিছুটা এগিয়ে গেলেও লড়াইয়ের আসল পরীক্ষা এখনও শুরু হয়নি কিয়েভের। কেননা, রাশিয়ার মূল প্রতিরক্ষা অবস্থানে পৌঁছাতে আরও কিছুটা পথ পাড়ি দিতে হবে কিয়েভ সেনাদের । বৃহস্পতিবার (১৫ জুন) এক প্রতিবেদনে রয়টার্স এ খবর জানিয়েছে।

ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তা রব লি বলেন, ‘দুই পক্ষই ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। তবে ইউক্রেনীয়দের জন্য ঝুঁকির বিষয় হলো, রাশিয়ার মূল প্রতিরক্ষা লাইনে পৌঁছানোর আগেই উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হওয়া। এমন হলে মস্কোর মূল প্রতিরক্ষা লাইন ভেঙ্গে পাল্টা আক্রমণ চালানো কিয়েভের জন্য কঠিন হবে।’

রাশিয়ার মূল প্রতিরক্ষা লাইনে পৌঁছানোর আগে ইতোমধ্যে বেশ কিছু অত্যাধুনিক জার্মান লেপার্ড ও মার্কিন ব্র্যাডলি ট্যাংক হারিয়েছে ইউক্রেন। এদিকে বিশাল অংশ জুড়ে শক্তিশালী প্রতিরক্ষা অবস্থান গড়ে তুলেছে রাশিয়া। প্রতিরক্ষার জন্য খাদ, অ্যান্টি-ট্যাংক মেশিনগান, কনক্রিটের ‘শক্তিশালী’ ব্যারিকেড ও পরিখা তৈরী রেখেছে মস্কো। স্যাটেলাইটের ছবিতে এপ্রিলে এমন দৃশ্য দেখা গেছে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

সামরিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার প্রতিরক্ষা লাইন পর্যবেক্ষণে রেখে পাল্টা আক্রমণ চালাতে পারে ইউক্রেন। তবে এক্ষেত্রে কিয়েভ গোপনীয়তা রক্ষা করে নিজেদের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভুয়া তথ্য ছড়াতে পারে বলে জানিয়েছেন তারা। লি বলছেন, পাল্টা আক্রমণের ক্ষেত্রে রাশিয়ার লক্ষ্য হলো প্রতিরক্ষা লাইনে পৌঁছানোর আগেই কিয়েভের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি নিশ্চিত করা। তার মতে, প্রতিরক্ষা লাইন থেকে এখনও ১০-১৫ কিলোমিটার দূরে আছে কিয়েভের সেনারা। সূত্র: রয়টার্স

শেয়ার করুন