নিউইয়র্ক     মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের ওডেসায় রাশিয়ার ২৫টি ড্রোন হামলা

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৫১ অপরাহ্ণ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৪৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইউক্রেনের ওডেসায় রাশিয়ার ২৫টি ড্রোন হামলা

ছবি : সংগৃহীত

ইউক্রেনের ওডেসায় ২৫টি হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার (৩ সেপ্টেম্বর) ভোরে হামলা চালিয়ে ওডেসা অঞ্চলে বন্দর অবকাঠামোতে আঘাত হানা হয়। এতে দুইজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মাধ্যমে এসব তথ্য জানায়। তবে আহত হওয়া দুই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।

বিমানবাহিনী জানায়, ইরানের তৈরি ২৫টি শাহেদ ড্রোন দিয়ে হামলা করেছে রাশিয়া। তবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনগুলোর মধ্যে ২২টিকে পাল্টা হামলা করে ভূপাতিত করেছে। হামলাটি সাড়ে তিন ঘণ্টা ধরে চলছিল বলেও জানায় তারা।

ইউক্রেনের কয়েকটি গণমাধ্যম জানায়, ইউক্রেনের দানিউব নদীর রেনি বন্দরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাশিয়ার পক্ষ থেকে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র : রয়টার্স

শেয়ার করুন