নিউইয়র্ক     শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনজুড়ে রাশিয়ার ফের ‘মিসাইল বৃষ্টি’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৩৯ অপরাহ্ণ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
ইউক্রেনজুড়ে রাশিয়ার ফের ‘মিসাইল বৃষ্টি’

ছবি: সিএনএন

ইউক্রেনের বিভিন্ন শহরজুড়ে ফের সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের বিমান বাহিনী বলছে, ঝাপোরিজজিয়া ও খারকিভে ৩৫টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। আজ শুক্রবার সিএনএনের এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারপ্রাপ্ত মেয়র আনাতোলি কুরতিভ বলেন, এক ঘণ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় অন্তত ১৭টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইউক্রেনের রাষ্ট্রীয় গ্রিড অপারেটর বলছে, দেশজুড়ে হাই-ভোল্টেজের বৈদ্যুতিক স্থাপনা হামলার শিকার হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে।

গত কয়েক মাস ধরে রাশিয়ার বাহিনী ইউক্রনের বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে। এতে করে বারবার ইউক্রেনের লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন ও পানিহীন হয়ে পড়ে।

রয়টার্স বলছে, আজ সকালে ইউক্রেনজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। সেইসঙ্গে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়।

কিয়েভের সিটি প্রশাসন জানিয়েছে, রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাজ চলছে। খারকিভের আঞ্চলিক মেয়র ওলেহ সিনেহুবোভ অন্তত ১০টি বিস্ফোরণের তথ্য জানিয়েছেন। এতে কিছু অঞ্চলের বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানান তিনি।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১১ মাসের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনও লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

শেয়ার করুন