নিউইয়র্ক     মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আশঙ্কা বাড়িয়ে নতুন ২ কোভিড ভেরিয়েন্টের সন্ধান পাওয়া গেল ইসরায়েলে

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩ | ০২:৩৬ পূর্বাহ্ণ | আপডেট: ১৮ মার্চ ২০২৩ | ০২:৩৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
আশঙ্কা বাড়িয়ে নতুন ২ কোভিড ভেরিয়েন্টের সন্ধান পাওয়া গেল ইসরায়েলে

ইসরায়েলে নতুন কোভিড ভেরিয়েন্টের সন্ধান মিললো। হারেটজের একটি প্রতিবেদন অনুসারে বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রোগীদের RT-PCR পরীক্ষা করা হয়, তাঁদের শরীরে নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রক। বিশেষজ্ঞরা বলছেন – এটি BA.1 (Omicron) এবং BA.2 ভেরিয়েন্টের সংমিশ্রণ হতে পারে। রোগীদের দেহে জ্বর, মাথাব্যথা এবং পেশীতে ব্যথার মতো উপসর্গ ছিল, তাদের প্রত্যেকের বয়স তিরিশের মধ্যে। ইসরায়েলের অধ্যাপক সালমান জারকা বলছেন যে দুটি ভাইরাসের সংযোগ একটি সাধারণ ঘটনা যা একই কোষে দুটি ভাইরাসের উপস্থিতির কারণে ঘটে।

প্রক্রিয়াটি ব্যাখ্যা করতে গিয়ে অধ্যাপক বলেন, দুটি ভাইরাস বংশবৃদ্ধি করে এবং জেনেটিক উপাদানের আদান-প্রদান করে একটি নতুন ভাইরাস তৈরি করে। ইসরায়েলে ওমিক্রনের ঘটনা হ্রাস পাচ্ছে তবে BA.2 সংক্রমণ উর্ধমুখী। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট কোভিড মামলার বৃদ্ধির মধ্যে দেশটির স্বাস্থ্যমন্ত্রী নিতজান হরোভিটজের সাথে দেখা করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মানুষকে তিনটি টিকার ডোজ নেয়ার আহ্বান জানিয়েছেন। এই সপ্তাহে ইসরায়েলের ৬৩১০ জন কোভিডের জন্য ইতিবাচক পরীক্ষা করেছেন যার মধ্যে ৩৩৫ জন গুরুতর অবস্থায় এবং ১৫১ জন শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। দিন কয়েক আগেই ইসরায়েলে যথেষ্ট দাপট দেখিয়েছে করোনা ভাইরাসের ওমিক্রন প্রজাতি। এক সপ্তাহে ছয় হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এহেন পরিস্থিতিতে নতুন ২ কোভিড ভেরিয়েন্টের সন্ধান মেলায় উদ্বিগ্ন দেশের প্রধানমন্ত্রী। সূত্র : হিন্দুস্থান টাইমস

শেয়ার করুন