নিউইয়র্ক     শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আর্জেন্টিনায় ‘লিওনেল’ নাম রাখার হিড়িক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩ | ০৫:৪২ পূর্বাহ্ণ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ | ০৫:৪২ পূর্বাহ্ণ

ফলো করুন-
আর্জেন্টিনায় ‘লিওনেল’ নাম রাখার হিড়িক

অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয় করে সর্বকালের সেরা ফুটবলারের বিতর্কের অবসান করেছেন লিওনেল মেসি। তাই পুরো আর্জেন্টিনা এখন নিজের সন্তানদের বিশ্বজয়ী তারকা বানাতে চাইছেন। মাঠের খেলায় না হতে পারলেও নামে যদি লিওনেল হওয়া যায়, ক্ষতি কী?

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার সান্তা ফিতে পিএসজি এ তারকার নামের সঙ্গে মিল রেখে ছেলেশিশুদের নাম লিওনেল ও মেয়ে শিশুদের নাম লিওনেলা রাখার প্রবণতা বৃদ্ধি পেয়েছে ৭০০ শতাংশ।

এ সান্তা ফে প্রদেশের রাজধানী রোজারিওতেই ১৯৮৭ সালের ২৪ জুন জন্ম হয় লিওনেল মেসির। নিবন্ধন অফিসের ডেটা অনুযায়ী, বিশ্বকাপের আগে সেপ্টেম্বর পর্যন্ত সান্তা ফে প্রদেশে লিওনেল ও লিওনেলা নাম রাখা হতো গড়ে মাসে ৬ জনের।

কিন্তু অক্টোবর ও নভেম্বরে এসেই নাম দুটির নিবন্ধনের সংখ্যা দাঁড়ায় ৩২ জনের। কিন্তু ডিসেম্বরে এসে সংখ্যাটি দাঁড়ায় ৪৯ জনে, যা সেপ্টেম্বরের তুলনায় ৭০০ শতাংশ বেশি। নাম রাখাদের মধ্যে শুধু রোজারিওতে ২২ জন, সান্তা ফের বাকি অংশে ২০ জন এবং অন্যান্য এলাকায় আরও ৭ জন।

এর আগে ২০১৪ সালে রোজারিওতে শহরের অভিভাবকদের শিশুদের নাম মেসি রাখায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। কারণ, একই নামের কারণে আদমশুমারি গণনাকারীদের কার্যক্রম চালাতে অসুবিধা হচ্ছিল। এবার দেখার পালা লিওনেল/ লিওনেলা নাম রাখার ক্ষেত্রেও রোজারিও কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত দেয়, তা দেখতে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

শেয়ার করুন