নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আব্বাসের সফরের ৩ দিন পর হবে এরদোয়ানের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৩ | ০৮:৫৮ পূর্বাহ্ণ | আপডেট: ২১ জুলাই ২০২৩ | ০৮:৫৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
আব্বাসের সফরের ৩ দিন পর হবে এরদোয়ানের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান (মাঝে) এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি কোলাজ: বাংলা ট্রিবিউ

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে আঙ্কারা যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় বৃহস্পতিবার এ ঘোষণা দেয়। জানায়, আগামী ২৮ জুলাই তুরস্কে আসছেন নেতানিয়াহু। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের তুরস্ক সফর নিশ্চিত করার একদিন পর এ ঘোষণা দিলো আঙ্কারা।

বৃহস্পতিবার গভীর রাতে জারি করা বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের একই সপ্তাহে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তুরস্কে স্বাগত জানাবেন। বিবৃতিতে বলা হয়েছে, আব্বাস মঙ্গলবার তুরস্কে আসছেন। তিন দিন পর নেতানিয়াহু আসবেন।

নেতানিয়াহুর কার্যালয় ২০০৮ সালের পর তুরস্কে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রথম সফরের বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে আরও বলা হয়, তুরস্ক-ফিলিস্তিন সম্পর্ক এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সাম্প্রতিক অগ্রগতির পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হবে।

দুই দেশের মধ্যে বেশ কয়েক বছর ধরে টানাপড়েনের পর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগসহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সফরের মাধ্যমে গত বছর তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে সম্পর্কের উন্নতি হয়। তবে এপ্রিলে আল-আকসা মসজিদের ভেতর শুরু হওয়া সংঘর্ষের তীব্র নিন্দা জানিয়েছিল তুরস্ক। এরদোয়ান বলেছিলেন, ইসরায়েল তাদের ‘সীমা’ অতিক্রম করেছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

শেয়ার করুন