নিউইয়র্ক     শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও ক্ষমতায় শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২২ | ১১:৩০ পূর্বাহ্ণ | আপডেট: ২২ অক্টোবর ২০২২ | ১১:৩০ পূর্বাহ্ণ

ফলো করুন-
আবারও ক্ষমতায় শি জিনপিং

চীনের কমিউনিস্ট পার্টির সপ্তাহব্যাপী সমাবেশ শেষে আজ শনিবার (২২ অক্টোবর) আগামী ৫ বছরের জন্য দেশটির নেতৃত্বে নির্বাচিত হয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। যা দেশটির গণপ্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা নেতা মাও সেতুংয়ের পর চীনের সবচেয়ে শক্তিশালী শাসক হিসাবে তার স্থানকে মজবুত করবে।

বেইজিংয়ে সপ্তাহব্যাপী সমাবেশ শেষে শনিবার আবারো ৫ বছরের জন্য কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ ফোরাম পলিটব্যুরা স্ট্যান্ডিং কমিটির (পিএসসি) প্রধান হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে চীনের ক্ষমতাসীন দলের পলিটব্যুরা স্ট্যান্ডিং কমিটিতে ব্যাপক রদবদল অনুমোদন করেছে। যেখানে দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াংসহ অনেক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন, যা শিকে নতুন মিত্র নিয়োগের অনুমতি দিয়েছে।

কমিউনিস্ট শাসিত চীনের সংবিধান অনুযায়ী, পার্টির ২৫ সদস্যবিশিষ্ট পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির প্রধানই দেশটির রাষ্ট্রপতি হন। শি জিনপিং তৃতীয় বারের মতো এই কমিটির প্রধান হওয়ায় নিশ্চিতভাবেই আরো ৫ বছর চীনের রাষ্ট্রপতি থাকছেন তিনি।

এদিকে শি জিনপিংকে পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির প্রধান হিসেবে করা নির্বাচিত হলেও এই কমিটির বাকি সদস্যরা শনিবার নির্বাচিত হননি। রবিবার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যদের ভোটে নির্বাচিত হবেন পলিটব্যুরো সদস্যরা।

শেয়ার করুন