নিউইয়র্ক     রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আজভ সাগরে প্রবেশের চেষ্টায় ইউক্রেনীয় সেনারা : রুশ গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৩ | ০৮:৩২ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ জুন ২০২৩ | ০৮:৩২ পূর্বাহ্ণ

ফলো করুন-
আজভ সাগরে প্রবেশের চেষ্টায় ইউক্রেনীয় সেনারা : রুশ গভর্নর

ইউক্রেনীয় সেনা, ছবি: স্পুটনিক

ইউক্রেন যুদ্ধের প্রথমদিকেই প্রবল হামলা চালিয়ে আজভ সাগর পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় রুশ বাহিনী। এরপর থেকেই প্রবেশাধিকার হারায় ইউক্রেনীয়রা। এ বিষয়ে জাপোরিজ্জিয়ায় নিযুক্ত রুশপন্থি গভর্নর দাবি করে বলেন, ‘আজভ সাগরের উপকূলে পৌঁছাতে ভ্রেমিভকার কাছে রাশিয়ার প্রতিরক্ষা লাইন ভাঙার চেষ্টা করছে ইউক্রেনীয় সেনারা।’

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে সাক্ষাৎকারে গভর্নর ভ্লাদিমির রোগভ বলেন, ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনী (এএফইউ) জঙ্গিদের উদ্দেশ্য হলো আজভ সাগরের উপকূলে পৌঁছানো। তাদের লক্ষ্য সেখানকার প্রতিরক্ষা লাইন ভেঙে ফেলা।’ তিনি আরও দাবি করেন, ‘ইউক্রেনীয় সেনারা ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের পাশাপাশি গোলাবর্ষণের তীব্রতা বাড়িয়েছে।’

গত বছর মার্চে আজভ সাগরের উপকূলবর্তী ইউক্রেনের মারিউপোল রুশ বাহিনীর দখলে চলে যাওয়ায় ওই সাগরে প্রবেশাধিকার হারায় কিয়েভ। শহরটি কৌশলগতভাবে রাশিয়া ও ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, শহরটির পশ্চিম দিকে ক্রিমিয়া উপদ্বীপ আর পূর্বে ডনেস্ক। যা বর্তমানে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে।

রুশ গভর্নর ভ্লাদিমির রোগভ বলেন, ‘অঞ্চলটির পেছনের দিকে ব্যাপক গোলাবর্ষণ বেড়েছে। স্টর্ম শ্যাডো এবং তোচকা-ইউ ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। এর অর্থ ইউক্রেনীয় জঙ্গি ও সন্ত্রাসীদের কাছে পর্যাপ্ত গোলাবারুদ রয়েছে।’ তার মতে এই হামলার অর্থ ইউক্রেনীয় বাহিনী পুরোদমে পাল্টা আক্রমণ শুরু করেছে তা নয়। এ বিষয়ে কিয়েভের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুন