নিউইয়র্ক     মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অর্থ না দেওয়ায় টুইটারের নীল টিক খোয়াল নিউইয়র্ক টাইমস !

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩ | ০২:২১ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ | ০২:২১ পূর্বাহ্ণ

ফলো করুন-
অর্থ না দেওয়ায় টুইটারের নীল টিক খোয়াল নিউইয়র্ক টাইমস !

অর্থ দিতে পারবে না এমন ঘোষণা দেওয়ার পরই টুইটার অ্যাকাউন্টের নীল টিক বা ব্লু ব্যাজ খোয়াল মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।

অর্থ না দিলে নীল টিক সরিয়ে দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে টুইটার। ফলে এর আগে যারা নীল টিক পেয়েছিল অর্থ না পরিশোধ করলে সবাইকে ভেরিফায়েড তকমা-সাটা সেই টিক খোয়াতে হবে। পহেলা এপ্রিল থেকে অর্থ দিলেই কেবল মিলবে নীল টিক, টুইটার সেই পথেই হাঁটছে। এই ঘোষণার পর নিউইয়র্ক টাইমসসহ অনেক বিখ্যাত ব্যক্তিরা টুইটারকে অর্থ দেবে না বলে ঘোষণা দিয়েছে।

ঘটনায় ক্ষিপ্ত হয়ে টুইটার কর্তা ইলন মাস্ক নিউইয়র্ক টাইমসকে কটাক্ষ করে বলেছেন, ‘নিউইয়র্ক টাইমসের জন্য প্রধান ট্রাজেডি হল যে, তাদের প্রপাগান্ডা আগ্রহ উদ্দেপক নয়।’ ‘তাদের টুইটার পেজ ডায়রিয়া সমগোত্রীয় জিনিসে ভরা, এটা পাঠযোগ্য নয়।’ তবে এ বিষয়ে নিউইয়র্ক টাইমসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। আর টুইটারও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। সূত্র : বিবিসি

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন