নিউইয়র্ক     শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে চীনের প্রধানমন্ত্রীর পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩ | ১২:৩০ পূর্বাহ্ণ | আপডেট: ১২ মার্চ ২০২৩ | ১২:৩০ পূর্বাহ্ণ

ফলো করুন-
অবশেষে চীনের প্রধানমন্ত্রীর পরিবর্তন

আগামী সোমবার অবসর নিতে যাচ্ছেন চীনের বর্তমান প্রধানমন্ত্রী লি কুকিয়াং। এর মধ্য দিয়ে ১০ বছর পর নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে দেশটি। ২০১৩ সাল থেকে চীনের প্রধানমন্ত্রীর পদে আছেন কুকিয়াং। ভিয়েতনাম পোস্টের খবরে জানানো হয়, চীনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন কমিউনিস্ট পার্টির নেতা লি কিয়াং (৬৩)।

শনিবার সকালে বেজিংয়ে পার্লামেন্টে ন্যাশনাল পিপলস কংগ্রেস নতুন প্রধানমন্ত্রী হিসেবে লি কিয়াংয়ের মনোনয়ন দেয়। চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির প্রাক্তন প্রধান কিয়াং বর্তমান প্রধানমন্ত্রী লি কুকিয়াংয়ের স্থলাভিষিক্ত হবেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘনিষ্ট ব্যক্তি হিসেবে পরিচিত লি কিয়াং ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন।

আরো পড়ুন। পাকিস্তানের ‘সব সমস্যা নিয়ে আন্তরিক আলোচনার’ প্রস্তাবে ভারত নির্বিকার

গত অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টির কাউন্সিলে লি কিয়াংকে পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে দ্বিতীয় শীর্ষ পদে আনা হয়। তিনিই যে পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন, সেই ইঙ্গিত তখনই মিলেছিল। এর আগে গত শুক্রবারই টানা তৃতীয়বারের মতো আনুষ্ঠানিকভাবে চীনের প্রেসিডেন্টের দায়িত্ব নেন শি জিনপিং। এর মাধ্যমে ১৯৪৯ সালের পর দেশটির ইতিহাসে দীর্ঘ সময় শাসন করার রেকর্ড গড়তে যাচ্ছেন শি।

শি জিনপিং প্রথমবার যখন ক্ষমতায় আসেন তখনো চীনের সংবিধানে ছিল, কেউ দুই মেয়াদ অর্থাৎ ১০ বছরের বেশি সময় প্রেসিডেন্ট থাকতে পারবেন না। কিন্তু সংবিধান পরিবর্তন করে এ বিধিনিষেধ তুলে দেওয়া হয়। মূলত নিজের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে এ উদ্যোগ নেন শি।

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন