নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জমজম ট্রাভেলস ইউএসএ’র যাত্রা শুরু

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪ | ০৩:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ মার্চ ২০২৪ | ০৩:৩৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জমজম ট্রাভেলস ইউএসএ’র যাত্রা শুরু

গত ৮ মার্চ শুক্রবার অপরাহ্নে জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় দোয়া-মাহফিলের মাধ্যমে নিউইয়র্কে আরো একটি বাংলাদেশী মালিকানাধীন ট্রাভেল বেজেন্সী জমজম ট্রাভেলস ইউএসএর যাত্রা শুরু হয়েছে। দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস জামে মসজিদের ইমাম হেদায়েতুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জমজম ট্রাভেলসের মার্কেটিং এক্সিকিউটিভ তাওহিদ মাহবুব মুন্না। শুভেচ্ছা বক্তব্য রাখেন জমজম ট্রাভেলসের চেয়ারম্যান মাহবুব আলম, আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ ইন্ক-অ্যাটাব’র সভাপতি কর্নফুলী ট্রাভেলস’র সত্ত্বাধিকারী মোহাম্মদ সেলিম হারুন, সহ সভাপতি রহমানিয়া ট্রাভেলস’র সত্ত্বাধিকারী মোহাম্মদ কে. রহমান (মাহমুদ), জেবিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল প্রমুখ।

জ্যাকসন হাইটসের ৩৭-১৫, ৭৩ ষ্ট্রীটের , রুম নম্বর ২০৭ ঠিকানায় অবস্থিত জমজম ট্রাভেলসের মার্কেটিং এক্সিকিউটিভ তাওহিদ মাহবুব মুন্না জানান, ২০০৭ সালে বাংলাদেশের সিরাজগঞ্জ শহরে জমজম ট্রাভেলস যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি বর্তমানে দুবাইর ও আমেরিকাতে ব্যবসায় পরিধি বাড়িয়েছে । দুবাইতে জমজম ট্রাভেলসের শাখা রয়েছে। তিনি আরো বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে আমরা সুনামের সাথে হজ, উমরাসহ ট্র্যাভেল ব্যবসা পরিচালনা করে আসছি। সেই ধারাবাহিকতায় আমেরিকাতেও আমরা সেবা প্রদান শুরু করেছি।

তাওহিদ মাহবুব মুন্না আরো বলেন, আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে বিশেষ করে দুবাইয়ের টুরিস্ট ভিসা, রেসিডেন্সী ভিসা, গোল্ডেন ভিসা, দুবাই প্যাকেজ ট্যূর, সৌদি আরবে প্যাকেজ ট্যূর, ওমরা ভিসা প্রসেসিং করা হয়ে থাকে। এছাড়ও মিশর, ভারতসহ বিভিন্ন দেশের ভিসা প্রসেসিংও করা হয়। ভিসা, টিকেট এর পাশাপাশি আমরা ভ্রমণকালে ট্রান্সপোর্টেশন, গাইডনেসসহ সম্পূর্ণ সেবা প্রদান করে থাকি। ট্র্যাভেল সংক্রান্ত যেকান প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারে টেলিফোন ৭১৮-৩৯৫-৯৬৯৭ নম্বরে।

শেয়ার করুন