নিউইয়র্ক     শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অ্যাটর্নি জেনারেল লেতিতিয়া জেমসকে ‘কদর্য, কুৎসিত’ বললেন ট্রাম্প

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪ | ০৬:৪৭ পূর্বাহ্ণ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ | ০৫:৪৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
অ্যাটর্নি জেনারেল লেতিতিয়া জেমসকে ‘কদর্য, কুৎসিত’ বললেন ট্রাম্প

ব্যাংক এবং ইন্স্যুরারদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের পর বিপুল পরিমাণের অর্থ পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে। তিনি এ বছর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী। কিন্তু আদালত তাকে এক সপ্তাহের মধ্যে ৪৫ কোটি ৪০ লাখ ডলার পরিশোধের নির্দেশ দেয়ার পর নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিতিয়া জেমসের কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। তাকে তিনি ‘বিশাল, কদর্য ও কুৎসিত মুখের’ নারী হিসেবে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তিনি নিউ ইয়র্কের বিচারক আর্থার ইঙ্গোরনেরও সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রের অলাভজনক একটি মিডিয়া প্রতিষ্ঠান এনপিআর ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে। বিচারক আর্থার ইঙ্গোরনকে একজন দুর্বৃত্ত বিচারক বলে আখ্যায়িত করেন ট্রাম্প। তিনি বলেন, লেতিতিয়া জেমসের বিশাল, কদর্য ও কুৎসিত মুখ দেখে ভয়ে ভীত হয়েছেন এই বিচারক। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলদের মধ্যে সবচেয়ে খারাপ অ্যাটর্নি হিসেবে বিবেচনা করা হয় লেতিতিয়া জেমসকে। তার আইকিউ বা সাধারণ জ্ঞান খুব কম।

তিনি গভর্নরের জন্য প্রচারণা চালিয়েছেন।

ব্যবহার করেছেন আমার নাম এবং পরাজিত হয়েছেন। তিনি এবং তার পাপেট ইঙ্গোরন আমার মারে লাগোর মূল্য নির্ধারণ করেছেন এক কোটি ৮০ লাখ ডলার। কিন্তু এর দাম তখন ৫০ থেকে ১০০ গুন বেশি। এতে নিউ ইয়র্ক রাজ্যে সব ব্যবসা ধ্বংস করে দিয়েছে। এই ব্যবসা এরই মধ্যে মারা যাচ্ছে অথবা মারা গিয়েছে। ট্রাম্প বলেন, ভয়ের কিছু নেই। আমি যখন ৪৭তম প্রেসিডেন্ট হবো, তখন আমরা আবারও নিউ ইয়র্ককে গ্রেট হিসেবে গড়ে তুলবো।

শক্তিধর ব্যক্তিদের বিরুদ্ধে আইনি লড়াই করে নিজের বিজয় অর্জনের মাধ্যমে লেতিতিয়া জেমস সুনাম কুড়িয়েছেন। সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ছেলেদের বিরুদ্ধে ৩৫ কোটি ৫০ লাখ ডলারের জালিয়াতির মামলায় তিনি জয় পেয়েছেন। তবে কোনো কোনো ক্ষেত্রে তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও আছে। এসব অভিযোগ সত্ত্বেও তার আছে আইনি বড় জয়ের রেকর্ড। সূত্র: মানবজমিন।

শেয়ার করুন