নিউইয়র্ক     শনিবার, ২২শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

টেক্সাসের হিউস্টনে অ্যাসালের একুশতম চ্যাপ্টার গঠিত, শপথ গ্রহণ

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৪ | ০৬:৪৭ পূর্বাহ্ণ | আপডেট: ০১ জুন ২০২৪ | ০৬:৪৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
টেক্সাসের হিউস্টনে অ্যাসালের একুশতম চ্যাপ্টার গঠিত, শপথ গ্রহণ

যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার – অ্যাসাল হিউস্টন চ্যাপ্টারের ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। টেক্সাসে হিউস্টনের মেজবান রেস্টুরেন্টে গত ২৫ মে শনিবার সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে হিউস্টন চ্যাপ্টারের নতুন কমিটি গঠন শেষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অ্যাসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট মূলধারার লেবার ইউনিয়ন লীডার মাফ মিসবাহ উদ্দীন হিউস্টন চ্যাপ্টারের নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান। হিউস্টন চ্যাপ্টার হচ্ছে অ্যাসাল’র ২১তম চ্যাপ্টার।

২০২৪-২০২৫ সালের জন্য গঠিত অ্যাসাল হিউস্টন চ্যাপ্টারের কর্মকর্তারা হলেন : প্রেসিডেন্ট কাজী জাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এস হোসেন, সেক্রেটারি ডা. আবদুল্লাহ আল মাহমুদ, এমডি, এমপিএইচ, করেসপন্ডিং সেক্রেটারী ইঞ্জি. এমরান গাজী, পিই, ট্রেজারার ড. আশফাক এস হক, পলিটিকেল একশান ডাইরেক্টর ড. রোকসানা আকতার খান, অর্গানাজিং ডাইরেক্টর ইঞ্জি. মুহাম্মদ এ মামুন, ইমিগ্রেশান ডাইরেক্টর কাজী নুসরাত ইসলাম, এক্সিকিউটিভ ডাইরেক্টর কাজী নাজমুস সাকিব; ভাইস প্রেসিডেন্ট : জাহিদুর রহমান, মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, ডা. সাবরিনা আবেদীন, মিয়া সেরাজ, মোস্তফা আমিন, মোঃ কামাল ও মোস্তফা হাসান বাবু।- ইউএসএনিউজ

শেয়ার করুন