নিউইয়র্ক     সোমবার, ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসীদের ব্যাপক অংশগ্রহণে নিউইয়র্কে প্রথম ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপোর ব্যাপক সাফল্য

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৪ | ১১:০১ অপরাহ্ণ | আপডেট: ২৫ মে ২০২৪ | ১১:০১ অপরাহ্ণ

ফলো করুন-
প্রবাসীদের ব্যাপক অংশগ্রহণে নিউইয়র্কে প্রথম ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপোর ব্যাপক সাফল্য

নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো-২০২৪। গত শনিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী নিউইয়র্ক লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়টে হোটেলে এই এক্সপো অনুষ্ঠিত হয়। এতে বিপুল সঙখ্যক প্রবাসী বাংলাদেশী সহ ভিনদেশীদেরও ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। এক্সেপোতে রিয়েল এস্টেট ব্যবসা প্রতিষ্ঠান সহ দেশী-বিদেশী প্রায় অর্ধশত বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। এক্সপোতে একই সাথে রিয়েল এস্টেট সহ ব্যাংক, মরটগেজ প্রতিষ্ঠান, এটর্নী অফিসের সমাবেশ দেখে এমন আয়োজনের প্রশংসা করেন অনেকেই।

সকালে ৮টায় এক্সপো হলের গেট খোলার পর এক্সপোতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কর্ণধার ও তাদের প্রতিনিধিরা রেজিষ্ট্রেশন সম্পন্ন করে একে একে স্টল সাদিয়ে বসেন। সকার ৯টা থেকেই আসা শুরু হয় আগ্রহী প্রবাসীদের। সকালের ব্রেক্সফাস্ট গ্রহণের মধ্যদিয়ে শুরু হয় এই এক্সপো’র কর্মকান্ড। এক্সপো উপলক্ষ্যে ম্যারিয়টে হোটেলের বল রুমে বসে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত স্টল। পাশাপাশি চলতে থাকে সেমিনার। হোটেলের বেসমেন্টর সেমিনার কক্ষে বাড়ী ক্রয়-বিক্রয় সহ সংশ্লিস্ট বিষয়ে বিস্তারিত আলোচিত হয় বিভিন্ন সেমিনারে। বিশেষ করে ইসলামী শরীয়া মোতাবেক ব্যাংক লোন পাওয়ার বিষয়ে ছিলো অনেকেরই আগ্রহ।

দুপুরে মূল মঞ্চে আনুষ্ঠানিকভাবে এক্সপো’র উদ্বোধন করা হয়। এসময় ইউএসবিসিসিআই-এর সভাপতি লিটন আহমেদ স্বাগত বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে বলেন: “ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো ২০২৪ -এ আপনাদের সবাইকে স্বাগত জানাতে পেরে আমি সম্মানিত এবং আনন্দিত। ইউ.এস. বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং আমাদের মূল্যবান স্পনসরদের, বিশেষ করে মর্টগেজ ডিপো টিম বেইলির পক্ষ থেকে, আজ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। নিউ ইয়র্ক লাগার্ডিয়া বিমানবন্দর ম্যারিয়টে এই আয়োজনকে সফল করতে যারা পরিশ্রম করেছেন, তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা।

তিনি অতিথি, প্রদর্শক, এবং স্পনসরদের ধন্যবাদ জানিয়ে এক্সপোর আন্তরিক আয়োজন এবং সফলতার জন্য প্রশংসা করেন। মোঃ লিটন আহমেদ আরও বলেন যে এ ধরনের মেগা ইভেন্ট শুধু ব্যবসার সুবিধা বৃদ্ধিই করে না, বরং সামাজিক অর্থনৈতিক উন্নতির জন্যও অবদান রাখে।

তিনি সবাইকে উৎসাহিত করেন যে এক্সপো ব্যবহার করে নেটওয়ার্ক তৈরি, জ্ঞান আদান-প্রদান, এবং সফল ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে। এই ইভেন্টটি রিয়েল এস্টেট শিল্পের উদ্ভাবন, সহযোগিতা, এবং সাফল্যের এক নতুন মাপকাঠি হিসেবে বিবেচিত হয়।

পরবর্তীতে বিস্তারিত তুলে ধরেন ডিরেক্টর আহাদ আলী সিপিএ।

এই পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুইন্স চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট থমাস জে গ্রেস, নিউইয়র্ক সিটির বিল্ডিং বিভাগের সহকারী কমিশনার জামিল আইসডোর এবং মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার সহ অন্যান্য অতিথিরা।

আয়োজকরা জানান, সেমিনারগুলোতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিভিন্ন ব্যাংক, রিয়েল এস্টেট, ইন্স্যুরেন্স, ক্রেডিট ও মর্টগেজ প্রতিষ্ঠান এবং এটর্নীগণ। আলোচকদের মধ্যে উল্লেখযোগ্যরা ছিলেন- মোহাম্মদ জামান, মফিজুল ইসলাম, শরাফ তালুকদার, সাব্বির আহমেদ, ব্যাংকার শাহীন খান, এটর্নী মাইকেল নাকমিয়াস, কব্যাংকার মোয়াজ্জেম আলী, ব্যাংকার লুইস কার্ডিনাস, মুফতি আব্দুল মালেক, নাসের নাশহাল, ইমরান ভ‚ইয়া, এটর্নী সরদার এম আসাদুল্লাহ, কেভিন ব্রায়ান শাকিল, এটর্নী আমিনা রশীদ, মোহাম্মদ এন মজুমদার, দেলোয়ার খান, জাহেদ হোসেন, মোহাম্মদ হক এমরান, এঞ্জেলা কিম, ফাহিম হোসেন, নূরুল আজিম, এটর্নী ওসমান মালিক, ভিক্টর অ্যান্ড্রাডি, নাফিজ রহমান প্রমুখ। বিভিন্ন সেমিনারে মডারেটর ছিলেন শাহেদ ইসলাম, ইসমাইল আহমেদ, সামি কবীর, আহাদ আলী সিপিএ ও তারেক বেইলী।

আগামী বছরের ১৭ মে পরবর্তী এক্সপো আয়োজেনের ঘোষণা আর রিয়েল এস্টেট সহ অন্যান্য ব্যবসায় সাফলতা অজর্নকারীদের মাঝে অ্যাওয়ার্ড প্রদানের মধ্য দিয়ে শেষ হয় ইউএসবিসিসিআই এর রিয়েল এস্টেট এক্সপো। সমাপনী পর্বে ১০জনের মাঝ্যে অ্যাওয়ার্ড বিতরণ করেন ইউএসবিসিসিআই-এর সভাপতি লিটন আহমেদ। এর আগে কী নোট স্পীকারের বক্তব্য রাখেন মর্টগেজ ডিপোর্ট-এর শাখা ম্যানেজার তারেক বেইলী। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন এটর্নী সরদার এম আসাদুল্লাহ, ক্রস কাট্রি মর্টগেজ-এর সিনিয়র লোন অফিসার ফাহিস হোসেন, ইউএসবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট বখত রুম্মান ব্রিটেজ ও ডিরেক্টর আহাদ আলী সিপিএ। সমাপনী বক্তব্য রাখেন এক্সপোর চেয়ার ইসমাইল আহমেদ।

ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো প্রসঙ্গে খলিল গ্রুপ-এর কর্ণধার প্রেসিডেন্টশীয়অর অ্যাওয়ার্ডপ্রাপ্ত শেফ খলিলুর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, একই ছাদের নীচে এমন অনুষ্ঠানে আমরা ব্যবসায়ীরা যেমন একত্রিত হয়ে অনেক কিছু জানতে পারছি, তেমনী আমাদের ক্রেতা-গ্রহকরাও নানান কিছু জানার সুযোগ পাচ্ছেন। যে সুযোগটা এনে দিয়েছে ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো। তিনি আনন্দের সাথে জানান, সবার দোয়ায় আমাদের খলিল বিরিয়ানী ফ্র্যানচেঞ্জ প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে। ফলে এখন আমরা খলিল বিরিয়ানী-কে শুধু যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বের বিভিন্ন দেশেও এর শাখা খুলতে পারবো। কেননা আমাদের রয়েছে আন্তর্জাতিক ফ্র্যানচেঞ্জ-এর স্বীকৃতি।

বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মোহাম্মদ ইসলাম জানান, প্রথমবারের মতো ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো আয়োজন তার কাছে ভালো লেগেছে। এখানে অনেক কিছু ক্রেতা-বিক্রেতার মধ্যে বিশেষ করে রিয়েল এস্টেট বিষয়ে অনেক কিছু জানার এবং জানানোর রয়েছে। এক্সোপাতে আসা অনেকেই তার কাছ থেকে বাড়ী ক্রয়ের বিষয়ে অনেক কিছু জেনেছেন।

সমাপনী অনুষ্ঠানে বক্ত্যব রাখেন : আহাদ আলী, সিপিএ,পরিচালক,ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি , তারিক বেইলি শাখা ব্যবস্থাপক মর্টগেজ ডিপো, নুরুল আজিম সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইস্টার্ন ইনভেস্টর ইনক, ফাহিম হোসেন সিনিয়র লোন অফিসার, ক্রসকান্ট্রি মর্টগেজ, এলএলসি বখত রুম্মান বির্তিজ ভাইস প্রেসিডেন্ট, ইউএসবিসিসিআই (শীর্ষ ১০০ বাংলাদেশী আমেরিকান রিয়েলটর স্বীকৃতি প্রোগ্রাম সম্মনয়ক) শীর্ষ ১০০ বাংলাদেশী আমেরিকান রিয়েলটর স্বীকৃতি প্রোগ্রামে প্রাথমিক ১১ স্বীকৃতি প্রাপ্তদের নাম ঘোষণা করেন ইসমাইল আহমেদ, চেয়ার, ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো ২০২৪।

স্বীকৃতি প্রাপ্তরা হলেন: জামান মজুমদার,ব্রোকার, রিয়েলটি প্রাইম ,মর্তোজা কে সিদ্দিকী রিয়েলটর ইয়র্ক হোল্ডিং রিয়েলটিএলএলসি, জাহেদ হোসেন রিয়েল এস্টেট বিক্রয় ও বিনিয়োগ কেলার উইলিয়ামস রিয়েলটি ল্যান্ডমার্ক II, নাজনীন মির্জা রিয়েল এস্টেট এজেন্ট, ব্রো রিয়েল এস্টেট ,সাব্বির আহমেদ রিয়েল এস্টেট ব্রোকার এলিট সিনার্জি রিয়েলটি, এমরান ভূঁইয়া ডিরেক্টর অফ সেলস অ্যান্ড রিয়েলটর এক্সিট রিয়েলটি প্রিমিয়াম, আদান ইসলাম লাইসেন্সপ্রাপ্ত রিয়েল এস্টেট সেলসপারসন ,রিয়েলটি প্রাইম ,রেজ্জী চৌধুরী রিয়েল এস্টেট সেলসপারসন ফ্রিহোল্ড রিয়েলটি, নাফিজ রহমান ব্রোকার/সিইও ওলভেসডেন রিয়েলটি ,দেলোয়ার খান লাইসেন্সপ্রাপ্ত রিয়েল এস্টেট সেলসপারসন এবি রিয়েলটি, নাদির এ খান রিয়েলটর সেঞ্চুরি ২১ কাফকোস রিয়েলটি।

এই স্বীকৃতি প্রোগ্রামটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য এবং অংশগ্রহণকারীদের অনুপ্রেরণা জাগানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসমাইল আহমেদ প্রত্যেক স্বীকৃত প্রাপ্তকে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানান এবং তাদের ভবিষ্যতে

আরও সাফল্যের জন্য শুভেচ্ছা জানান।

সমাপনী অনুষ্ঠানে ইসমাইল আহমেদ বলেন ভবিষ্যতে এই রকমের আরও অনুষ্ঠান যে আমাদের পেশাগত উন্নয়ন এবং সংযোগ তৈরির জন্য অত্যন্ত জরুরি, সে বিষয়ে তিনি উদ্বুদ্ধ করেন। তাঁর সমাপনী বক্তব্যে, ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো ২০২৪ সফলভাবে শেষ করার জন্য তিনি সকলের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং প্রত্যেককে ২০২৫ সালের ঐতিহাসিক আয়োজনে আবার মিলিত হওয়ার অনুরোধ জানান।

ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো’র প্রাণ পুরুষ আহাদ আলী সিপিএ বলেন, আলহামদুলিল্লাহ। সকলের সহযোগিতায় প্রথম এক্সপো হিসেবে আমরা আশানরূপ সাড়া পেয়েছি। আগমীর বছরের ১৭ মে দ্বিতীয়বারের মতো এক্সপো হবে। এতে যোগ দিতে অনেকেই ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছেন এবং একাধিক প্রতিষ্ঠান স্পন্সর করতে সম্মতি দিয়েছেন। খবর ইউএনএ’র।

শেয়ার করুন