নিউইয়র্ক     শনিবার, ২২শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

বারী পরিবার পবিত্র হজ্জ পালনে মক্কা যাচ্ছেন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৪ | ১২:৪২ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ জুন ২০২৪ | ১২:৪২ পূর্বাহ্ণ

ফলো করুন-
বারী পরিবার পবিত্র হজ্জ পালনে মক্কা যাচ্ছেন

বারী গ্রুপের সিইও আসেফ বারী টুটুল, বারী গ্রুপের চেয়ারম্যান মুনমুন বারী, একমাত্র মেয়ে সাবাহ বারী, দুই ছেলে মুহিব বারী ও আদিব বারী পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে আগামী ১০ জুন মক্কা যাচ্ছেন।

আসেফ বারী জানান, ইনশাহ আল্লাহ, পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে স্বপরিবারে মক্কায় যাচ্ছি। আমার দীর্ঘ জীবনে চলার পথে কারও সাথে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, বুঝে কিংবা না বুঝে যদি কোন ভুল করে থাকি, বা মনে কষ্ট দিয়ে থাকি, কিংবা কারো কোন হক নষ্ট করে থাকি, তাহলে দয়া করে আমাকে ও আমার পরিবার-পরিজনকে ক্ষমা করবেন এবং দোয়া করবেন যাতে মহান রাব্বুল আল-আমিন আমাদের হজ্জ কবুল করেন।

তিনি আরো বলেন, দীর্ঘ দিন প্রবাস জীবনে চলার পথে যারা আমাকে ও আমার পরিবারকে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করেছেন আমি তাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ এবং সবার জন্য আল্লাহর দরবারে দোয়া চাইব। মহান আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করেন। দোয়া করবেন যেন পবিত্র হজ্জ সম্পন্ন করে সুস্থ শরীরে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। প্রেস বিজ্ঞপ্তি ।

শেয়ার করুন