নিউইয়র্ক     শনিবার, ২২শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

নান্দনিক পরিবেশনায় নিউ ইয়র্কে দর্শক-শ্রোতাদের মাতিয়েছে ‘সোলস’

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৪ | ০২:৫১ অপরাহ্ণ | আপডেট: ০৯ জুন ২০২৪ | ০৮:৪৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
নান্দনিক পরিবেশনায় নিউ ইয়র্কে দর্শক-শ্রোতাদের মাতিয়েছে ‘সোলস’

ছবি তুষার পিক এর সৌজন্যে

গত ২রা জুন রোববার জ্যামাইকায় বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত অন্যতম জনপ্রিয় ব্যান্ড দল ‘সোলস’ গানের কথা ও সুরে মেতে উঠেছিল নিউইয়র্কের শত শত দর্শক। সোলস এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আমেরিকার বিভিন্ন স্টেটে কনসার্ট পরিবেশন করছে তারা। জ্যামাইকার দ্য মেরী লুইস একাডেমি হলে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত হলভর্তি দর্শক শ্রােতার উপস্থিতিতে ‘লাইভ ইন কনসার্টে’ ব্যান্ডের সদস্যরা একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে মাতিয়ে রেখেছিলেন দর্শকদের। এখন সোলসের ভোকাল হিসেবে গাইছেন পার্থ বড়ুয়া। তিনি ব্যান্ডটির ঐক্য ধরে রেখে গান গেয়ে চলেছেন।

ছবি তুষার পিক এর সৌজন্যে

বাংলাদেশের দর্শক নন্দিত ব্যান্ড সোলসের সুর্ণজয়ন্তী উপলক্ষে এই কনসার্টে পার্থ বড়ুয়া সন্ধ্যা আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত সামান্য বিরতিসহ সংগীত পরিবেশন করেন। এত দর্শক দেখে মুগ্ধ হন সোলসের পার্থসহ অন্য সদস্যরা। পার্থ এ জন্য দর্শকদের ধন্যবাদ দেন। তিনি যখন গানের একটি লাইন গাইছিলেন, তার পরের লাইনটি দর্শকেরা গেয়েছেন। একসময় সোলসের গানের সময় যখন শেষ হয়ে আসছিল, তখন আর দর্শকদের নিজ নিজ আসনে ধরে রাখা সম্ভব হয়নি। বেশির ভাগ দর্শক মঞ্চের সামনে চলে যান। তারা সেখানে সোলসের সঙ্গে গান করেছেন, নেচেছেন। অনেকেই মোবাইল ফোনে ভিডিও করেছেন। কেউ কেউ লাইভ করেছেন। পার্থ বড়ুয়া নিজেও তার পরিবেশনা শেষে দর্শকদের সঙ্গে সেলফি তুলেছেন নিজের মোবাইল ফোনে। অনেক দর্শকের সঙ্গে মঞ্চ থেকে হাত মিলিয়েছেন। ‘মেলায় যাইরে’ গানটি দিয়ে তিনি ঘড়ির কাঁটায় সময় যখন এগারোটা ছুঁই, তখন তার পরিবেশনা শেষ করেন।

ছবি তুষার পিক এর সৌজন্যে

সোলস এর ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশী মিউজিক ও গ্যালাক্সি মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট এর আয়োজনে এবারের কনসার্ট টি ছিলো নিউয়র্কের ইতিহাসে সোলসের সবচেয়ে বড় কনসার্ট। সোলসের কনসার্টের সঙ্গে স্পন্সর হিসেবে সম্পৃক্ত ছিল গোল্ডেন এজ হোম কেয়ার প্রেজেন্ট, পাওয়ার্ড বাই রিভারটেল, গ্র্যান্ড স্পন্সর উৎসব.কম, সেভ দ্য স্মাইল। গ্র্যান্ড স্পন্সর ছিল নুরুল আজম, মোহাম্মদ বেলায়েত হোসেন বেলাল।

সোলসের ব্র্যান্ডের অন্য সহযোগীদের বাদ্যযন্ত্রের মূর্ছনায় অনুষ্ঠানটি আরও সফল ও প্রাণবন্ত হয়ে ওঠে। পার্থ পড়ুয়া সবার সঙ্গে তার সহকর্মীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের প্রতি ধন্যবাদ জানান।

ছবি তুষার পিক এর সৌজন্যে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল মো. নাজমুল হুদা। তিনি সবার হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেন। অন্য সময়ে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়, এবার ব্যতিক্রম, সোলসের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়েছে আয়োজকদের। সোলসের পার্থ বড়ুয়া বলেন, সব সময় আমাদেরকে পুরস্কার দেওয়া হয়, এবার আমরা আয়োজকদের পুরস্কার দিচ্ছি, এটা ব্যতিক্রম। পার্থ বড়ুয়া ও মো. নাজমুল হুদা পুরস্কার তুলে দেন জন্মলগ্নে সোলস এর সাথে সম্পৃক্ত বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী নন্দিত শিল্পী তাজুল ইমাম, উত্‌সব.কম এর রায়হান জামান, রিয়েল এষ্টেট ইনভেষ্টর নুরুল আজিম, গোল্ডেন এজ হোমকেয়ারের শাহনেওয়াজ, রিভারটেলের সিইও রুহিন হোসেন ও গ্যালাক্সি মিডিয়ার বদরুদ্দোজা সাগরের হাতে।

ছবি তুষার পিক এর সৌজন্যে

শ্রোতাদের ভালোবাসায় মুগ্ধ ব্যান্ড দলটির সদস্যরা কৃতজ্ঞতা জানান দর্শকদের প্রতি। একই সাথে দর্শক ও স্পন্সদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানের আয়োজক গ্যালাক্সি মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট এর বদরুদ্দোজা সাগর।

শেয়ার করুন