নিউইয়র্ক     শনিবার, ২২শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

৭ সেপ্টেম্বর সিএমবিবিএ’র ‘লিটল বাংলাদেশ’ ব্রুকলিন পথমেলা 

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৪ | ০২:৫৮ অপরাহ্ণ | আপডেট: ০৯ জুন ২০২৪ | ০৮:১৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
৭ সেপ্টেম্বর সিএমবিবিএ’র ‘লিটল বাংলাদেশ’ ব্রুকলিন পথমেলা 

আগামী ৭ সেপ্টেম্বর শনিবার ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ) এর ১৫তম ‘লিটল বাংলাদেশ’ ব্রুকলিন পথমেলা অনুষ্ঠিত হবে। এর আগে এবার গ্রীষ্ম মওশুমের শুরুতে ১৫ জুন পথমেলা আয়োজনের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু হজ্জ ও ঈদুল আজহার কারণে এবং আরো গুছিয়ে নিয়ে অবশেষে এবছরের গ্রীষ্ম মওশুমের শেষ দিকে আগামি ৭ সেপ্টেম্বর পথমেলা আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৪ জুন মঙ্গলবার জ্যাকসন হাইটসের ইটজি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত মিট দ্য প্রেসে সিএমবিবিএ’র নেতৃবৃন্দ সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। সকাল ১১ টার পর থেকে মেলা চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত।

পথমেলার আহবায়ক মামুন অর রশিদ শুরুতে মিডিয়াকর্মীদের স্বাগত জানিয়ে মেলা সম্পর্কিত বিস্তারিত আলোচনায় বলেন, আমরা ইতিপুর্বে ১৪টি পথেমেলা ‘ব্রুকলিন পথমেলা’ নাম দিয়ে সফলভাবে সম্পন্ন করেছি। ব্রুকলিন যেহেতু ‘লিটল বাংলাদেশ’ নামে পরিচিত, সেজন্যে সিএমবিবিএ সিদ্ধান্ত নিয়েছে আমাদের এই পথমেলার নাম হবে লিটল বাংলাদেশ ব্রকলিন পথমেলা।

 

এই মেলাকে আকর্ষণীয় করতে বিভিন্ন প্রস্তাবনা এবং প্রস্তুতি সম্পর্কিত বিস্তারিত তুলে ধরেছেন সিএমবিবিএ’র সভাপতি রফিক পাটোয়ারী, সিএমবিবিএ’র সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা আব্দুর রব চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ মইনুল আলম বাপ্পি, পথমেলা আয়োজক কমিটির সদস্য সচিব রানা এইচ আমির। মিট দ্য প্রেসে আরো উপস্থিত ছিলেন  চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ) জয়েন্ট সেক্রেটারি মীর কাসেম, সিএমবিবিএ’র ট্রেজারার আনোয়ারুল আজিম,পথমেলার প্রধান সমন্বয়কারী আবুল হাসান মহিউদ্দিন।

এ সময় নেতৃবৃন্দ মিডিয়াকর্মীদের বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন। তারা জানান, এবারের আয়োজনে সিটি মেয়র এডামস উপস্থিত থাকবেন। আরো উপস্থিত থাকবেন ব্রকলিনের কাউন্সিলওম্যান শাহানা হানিফসহ মুলধারা এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রএক শ্নের উত্তরে নেতৃবৃন্দ জানান, আমাদের এখনো বাজেট চুড়ান্ত হয়নি তবে আমাদের যেমন প্রয়োজন আমরা তেমনটি বাজেটের ব্যবস্থা করবো। আয়োজনে এখারেও চমকও থাকবে। র‌্যাফেল ড্রয়ে প্রথম পুরস্কার হবে আকর্ষণীয় গাড়ি।

নেতৃবৃন্দ জানান, কমিউনিটি বিনির্মাণে অবদানের জন্য প্রবাসের প্রবীণ ও বিশিষ্ট সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহকে বিশেষ সম্মাননাসহ স্বর্ণপদক প্রদান করা হবে। নতুন প্রজন্মের গুণী কিশোর-কিশোরীদের সম্মানিত করা হবে এই আয়োজনে।

সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন প্রবাসের বিশিষ্ট শিল্পী এবং বাংলাদেশ থেকে আগত শিল্পীবৃন্দ। মেলার স্টল বরাদ্দ শুরু হচ্ছে। আগ্রহীদের যোগাযোগ করার জন্য নেতৃবৃন্দ আহবান জানান।

নেতৃবৃন্দ আরো জানান, আমরা প্রতি বছরই ২০-৩০ হাজার মানুষের জনসমাগম সমৃদ্ধ পথমেলা উপস্থাপন করে আসছি এ বছরও আমরা প্রবাসীদের হতাশ করব না।

শেয়ার করুন