নিউইয়র্ক     শনিবার, ২২শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকীতে জ্যাকসন হাইটস এলাকাবাসীর দোয়া ও তবারক বিতরণ

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৪ | ০৭:০৫ পূর্বাহ্ণ | আপডেট: ০১ জুন ২০২৪ | ০৭:১৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকীতে জ্যাকসন হাইটস এলাকাবাসীর দোয়া ও তবারক বিতরণ

বাংলাদেশের সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৩তম মৃত্যুবার্ষিকী বিগত কয়েক বছরের মতো এবছরও নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সার্বজনীন দোয়া মাহফিল ও তবারক তিতরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’ নামক সংগঠনটি গত ৩০ মে বৃহস্পতিবার অপরাহ্নে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটস্থ নবান্ন রেস্টুরেন্টের সামনে দোয়া মাহফিল ও তবারক বিতরণ কর্মসূচী পালন করেছে। বেলা ২:৩০ থেকে শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত প্রায় হাজার খানেক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র এবারের অনুষ্ঠানের আহ্বায়ক দেওয়ান মনির,সদস্য সচিব আমানত হোসেন আমান এবং প্রধান সমন্বয়কারী সারওয়ার খান বাবু’র নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে তবারুক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি,মূলধারার রাজনীতিক, ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ারের সিইও গিয়াস আহমেদ।

দোয়া মাহফিলের পর তবারক বিতরনের পুর্বে যুবনেতা মো: কাসেমের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র সাধারণ সম্পাদক মো: আলম নমি, আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র যুবদলের সাবেকস সভাপতি ও ইয়র্ক হোর্ডিংস এর জাকির এইচ চৌধুরী, বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী, ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ারের সিইও গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ, কম্যুনিটি এক্টিভিষ্ট ফাহাদ সোলায়মান প্রমুখ ।

দল নিরপেক্ষ ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’ প্রতিষ্ঠার পর থেকে প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্ট পালন করে আসছে। কয়েক বছর পরে শুরু করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন। গত বছর পালন করা হয় হুসাইন মুহাম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকীও। অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে আহবায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক সমস্ত কর্মকান্ডের সাথেই থাকেন। জ্যাকসন হাইটস এলাকাবাসীরা প্রতিষ্ঠা করেছে সৌহাদ্যর্—স¤প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এদের আয়োজনে সকল দলের নেতা—কর্মী এবং সমর্থকরা থাকেন এবং স্পন্সরও করে থাকেন। যে কারণে জ্যাকসন হাইটস এলাকাবাসীর অনুষ্ঠানে মানেই অনন্য আয়োজন।

‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র এবারের অনুষ্ঠানে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন মোশারফ হোসেন সবুজ, আফতাব জনি, শামস্ জনি,কাজী আমিনুল ইসলাম স্বপন, আশরাফুজ্জামান আশরাফ, সেলিম আহমেদ, ইকতারুজ্জামান রতন। সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন রফিকুল ইসলাম ডালিম, ফারুক হোসেন মজুমদার, মিজানুর রহমান মিজান, প্রফেসর মনিরুল ইসলাম খান, মফিজুর রহমান, জীবন শফিক ,মাহবুবুর রহমান, হামিদুজ্জামান রকি।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ কাশেম, মোঃ গিয়াস উদ্দিন , মোশারফ হোসেন সবুজ, এ. জেড. এম. জাহাঙ্গীর হাসাইন, সাইফুল ইসলাম, সুলতান নাসির উদ্দিন রতন, নীরব হক। যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে ছিলেন যুগ্ম সদস্য সচিব: এ সিদ্দিক পাটওয়ারী, মনিরুল ইসলাম মনির, জাহাঙ্গীর আলম জয়, ইঞ্জিনিয়ার মাঈন উদ্দিন, মোহাম্মদ রইচ উদ্দিন, ওয়াহিদুজ্জামান নিলু, এস এম ফরমান হোসেন।

অনুষ্ঠানকে সফল করতে সহযোগিতা করেছেন যথাক্রমে গোল্ডেন এজ হোম কেয়ার (শাহ নেওয়াজ), ইমিগ্রান্ট এলডার্স হোম কেয়ার (গিয়াস আহমেদ), কেয়ারিং ফেয়ার ডাইরেক্ট হোম কেয়ার (জাকির এইচ চৌধুরী), বারী হোম কেয়ার (আসেফ বারী টুটুল), সারা হোম কেয়ার (ডা. শাহজাদী পারভীন), নূরুল আজিম রিয়েল এস্টেট ইনভেস্টর, আশা হোম কেয়ার (আকাশ রহমান), এর্টনী মঈন চৌধুরী, ফাউমা ইনোভেটিভ (ফাহাদ সোলায়মান), ফাস্টর্ এইড হোম কেয়ার, আরেগরা সিডিপ্যাপ (মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ), শাহ জে চৌধুরী (শাহ গ্রুপ), বেলাল আহমেদ চৌধুরী (রিয়েলটর), টপ টি (সরদার হক রনি), ইঞ্জিনিয়ার খালেক, এজাজুল ইসলাম নাইম, মামা’স রেষ্টুরেন্ট (লিটু চৌধুরী), বেঙ্গল হোম কেয়ার,রাশ এক্সপার্ট এন.সি (ইশতিয়াক রুমি),সিগাল কর্পোরেশন (মোহাম্মদ আর হক), গ্লোবাল মাল্টি সার্ভিসেস (তারেক হাসান খান), হযরত আলী, রাইজিং রিয়েলটি (মনিরুল ইসলাম), এক্সিট রিয়েলটি প্রাইম (সারোয়ার খান বাবু), ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, এফিলিয়েট এডাল্ট রেসিডেন্টস কেয়ার ইন (মাকসুদ এইচ চৌধুরী), কামরুজ্জামান কামরুল, মনসুর চৌধুরী, ডা. ওলিউর রহমান খান, ডা: তৌহিদ শিবলী।

পৃষ্ঠপোষকতায় ছিলেন সর্বজনাব গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু, মিজানুর রহমান ভূইয়া মিল্টন,জাকির এইচ চৌধুরী, জসিম উদ্দিন ভূইয়া, মোস্তফা কামাল পাশা বাবুল, মার্শাল মুরাদ, প্রফেসর দেলওয়ার হোসেন, আবদুস সবুর, ডাঃ আবদুস সবুর, জামাল আহমেদ জনি, আনোয়ার হোসেন, কাজী আজম, আনোয়ারুল ইসলাম, আবু সাইদ আহমেদ, মাকসুদ চৌধুরী, ইলিয়াস খান, সাইফুর খান হারুন,এম এ বাতিন, মাওলানা ওয়ালিউল্লাহ্ আতিকুর রহমান, আহবাব হোসেন খোকন, সেলিম রেজা, ইঞ্জিঃ আবু সায়েম, সাইদুর রহমান সাইদ, ফয়েজ আহমেদ চৌধুরী, বদিউল আলম, জাহাঙ্গীর সরোয়ার্দী, ভিপি জসীমউদ্দিন, সোহরাব হোসেন, এবাদ চৌধুরী, রাফেল তালুকদার, শহীদুল ইসলাম, আবদুস সামাদ টিটু, রিপন মিয়া।

অনুষ্ঠানকে সফল করতে আরো যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে ছিলেন মীর নিজামুল হক, মোঃ মানিক বাবু, আলমগীর খান আলম, পিয়ার আহমেদ, মহসিন ননী, শেখ নোমান পলাশ, ফরহাদ রেজা, এম রহমান, আসাদুল ইসলাম আসাদ, মিয়া মোঃ দুলাল, শাহীন এইচ চৌধুরী, ওয়াসীম খন্দকার, ইফতি খান টিপু, নেহার সিদ্দিকী, শফিউদ্দিন মিয়া, আশরাফ উদ্দিন ঠাকুর, জেড আর চৌধুরী, মোঃ শামীম চৌধুরী, শাহাদাৎ হোসেন রাজু, গোলাম ফারুক শাহীন, এম. আর খন্দকার সেন্টু, প্রফেসর রফিকুল ইসলাম, বোরহান উদ্দিন, রুহুল আমিন সরকার, বক্সার সেলিম, বিদ্যুৎ দাস, জে মোল্লা সানি, সৈয়দ এম এ রেজা, ভিপি জসিম উদ্দিন, মাজহার রবিন, নাসিম আহমেদ, মাহবুবুর রহমান মুকুল, মোবারক হোসেন সজল, নূর ইসলাম বর্ষন, সৈয়দ এনায়েত আলী, নাজমুল আলম, সৈয়দ এনাম আহমেদ, জাহিদ আহমেদ খান, মাজহারুল ইসলাম জনি, সাইদুর খান ডিউক, কাজী বাবুল, বাবুল জামান, সৈয়দ মাহমুদ বাদশা, আরিফ মল্লিক, রফিকুল ইসলাম, রবিন এইচ চৌধুরী, এমডি. কামাল উদ্দিন, জামান তুহিন, মাসুদ করিম মিলন, রাউফুল ইসলাম লিটন, আমজাদ হোসেন, আবুল কালাম, সাইফুল ইসলাম লিটন, ফরিদ খন্দকার, মোঃ হুমায়ুন কবির, লাল মিয়া (মহসিন), মশিউর রহমান (বীর মুক্তিযোদ্ধা), হুমায়ুন কবির, হাবিবুর রহমান, মাসুদ রানা, আনোয়ার পলাশ, বাদল মির্জা, আল মামুন সবুজ, রাইমুল ইসলাম প্রিন্স, হাসান আহমেদ ও শাহাদাত হোসেন রাজু।

সংগঠনের সভাপতি শাকিল মিয়া ও সাধারণ সম্পাদক মো: আলম নমী সকলের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

শেয়ার করুন