নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ ও ন্যাশনাল গার্ডের ব্যাপক উপস্থিতি সত্ত্বেও নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে গোলাগুলি, নিরাপত্তাহীনতায় যাত্রীরা

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪ | ০১:১৪ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ মার্চ ২০২৪ | ০১:১৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
পুলিশ ও ন্যাশনাল গার্ডের ব্যাপক উপস্থিতি সত্ত্বেও নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে গোলাগুলি, নিরাপত্তাহীনতায় যাত্রীরা

পুলিশ ও ন্যাশনাল গার্ডের ব্যাপক উপস্থিতি সত্ত্বেও নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে গোলাগুলির ঘটনা ঘটেছে ব্রুকলীনের হয়ট-স্ক্রীমহর্ণ স্ট্রীট সাবওয়ে ষ্টেশনে গত বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী অপরাহ্নে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন যাত্রীরা।

তবে গত বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ঘটনায় অভিযুক্ত তরুনের বিরুদ্ধে কোন মামলা দায়ের করা হবেনা বলে জানিয়েছেন ব্রুকলীন ডিষ্ট্রিক্ট এটর্নী কারণ অভিযুক্ত ব্যক্তি আত্মরষার্থে গুলি চালিয়েছেন তাকে আক্রমনকারীর অস্ত্র কেড়ে নিয়ে৷

সিটির সাবওয়েতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায় স্টেশনসমুহে নিউ ইয়র্ক ষ্টেটের গভর্নর ক্যাথি হোকুলের নির্দেশে ৭৫০ জন ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয় গত সপ্তাহে । এর দিনকয়েক আগে যাত্রীদের নিরাপত্ত্জনিত সংশয় নিবাড়নে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক এডামস এর নির্দেশে নিউ ইয়র্ক সিটি পুলিশের ১০০০ অফিসারকে মোতায়েন করা হয় সিটির সাবওয়েতে।

তারপরও সাবওয়েতে নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হচ্ছেনা ৷

প্রাপ্ত পরিসংখ্যান অনুযাীগত বছরের জানুয়ারি মাসের তুলনায় চলতি বছর জানুয়ারি মাসে নিউইয়র্ক সিটির সাবওয়েতে অপরাধ বেড়েছে শতকরা ৪৬ শতাংশ । সিটি ট্রানজিট বিভাগ জানিয়েছে গত বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অপরাধ কমেছে ০১.১ শতাংশ ।

নিউইয়র্ক সিটিতে সামগ্রিকভাবে অপরাধ কিছুটা কমলেও সাবওয়েতে অপরাধ বেড়েই চলছে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন যাত্রীরা। চলতি বছরের প্রথম দুই মাসেই তিনটি হত্যাকাণ্ডসহ আরো বেশ কিছু লোমহর্ষক অপরাধের ঘটনা ঘটেছে সিটির বিভিন্ন সাবওয়ে স্টেশনে।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সূত্রে জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারি মাসে উল্লেখযোগ্য অপরাধের মধ্যে ছিল ২৭টি খুন, ১১৩টি ধর্ষণ, ১,১৬৬টি ছিনতাইয়ের ঘটনা আর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এসব অপরাধের মধ্যে ছিল ২১টি খুন, ১১৬টি ধর্ষণ ও ১,২২২টি ছিনতাইয়ের ঘটনা। সব মিলিয়ে গত বছর ফেব্রুয়ারি মাসে সংঘটিত অপরাধের সংখ্যা ছিল ৯,০২০টি আর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংঘটিত অপরাধের সংখ্যা ছিল ৮,৯১৯টি।

অপরদিকে গত বছর ফেব্রুয়ারি মাসে সংঘটিত হেইট ক্রাইমের অপরাধের সংখ্যা ছিল ২৭টি আর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংঘটিত হেইট ক্রাইমের সংখ্যা দাঁড়ায় ২৮টি।

নিউইয়র্ক সিটিতে প্রতিদিন প্রায় তিন মিলিয়ন যাত্রী সাবওয়ে ব্যবহার করে।ফলে বিপুল সংখ্যক মানুষের চলাচল নিরাপদ করতেই প্রয়োজনে আরো কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন স্টেট ও সিটি কর্তৃপক্ষ।

গভর্নর হোকুল যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্টেশনগুলোর প্রবেশমুখে আকস্মিক ব্যাগ তল্লাশির নির্দেশ দিয়েছেন৷ ব্যাগ তল্লাশিতে কারো আপত্তি থাকলে তার সাবওয়ে ব্যবহারের প্রয়োজন নেই বলেও জানিয়েছেন নিউ ইয়র্ক ষ্টেট গভর্নর হোকুল৷

নিউ ইয়র্ক সিটি মেয়র এডামস সাবওয়েতে অপরাধের জন্য গুটি কয়েক দুর্বত্তেক দায়ী করেন যারা পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়ার পরই দুর্বল জামিন নীতিমালার কারণে ছাড়া পেয়ে যান এবং পুনরায় অপরাধের সাথে জড়িত হন৷

শেয়ার করুন