নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গত ৩০ বছরে খানস টিউটোরিয়ালস এর ৫০০০ শিক্ষার্থী নিউ ইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুলের ভর্তির সুযোগ পেয়েছে, চলতি বছরে ১২৩ জন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪ | ০১:২৭ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ মার্চ ২০২৪ | ০১:২৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
গত ৩০ বছরে খানস টিউটোরিয়ালস এর ৫০০০ শিক্ষার্থী নিউ ইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুলের ভর্তির সুযোগ পেয়েছে, চলতি বছরে ১২৩ জন

নিউ ইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুলের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গত সপ্তাহে৷ এতে প্রয়াত শিক্ষক ড. মনসুর খান ও মিসেস নাঈমা খান প্রতিষ্ঠিত কম্যুনিটির সবচেয়ে পুরনো ও সর্ববৃহত্‌ টিউটোরিয়াল প্রতিষ্ঠান খানস টিউটোরিয়ালস এর ১২ জন শিক্ষার্থী সিটির বিভিন্ন স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে ৷ এর মধ্যে ম্যানহাটানের স্টাইভিসেন্ট হাইস্কুলে ৩২ জন, ব্রঙ্কস হাইস্কুল অফ সায়েন্সে ৩০ জন, ব্রুকলীন টেক হাইস্কুলে ৩১ জন, ব্রুকলীন ল্যাটিন হাইস্কুলে ১৪ জন , দ্য নিউ সাপেশালাইজড হাইস্কুলে ১৬জন সিটির স্পেশালাইজড হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে৷ এবার নিউ ইয়র্ক সিটির পেশালাইজড হাইস্কুলে ভর্তির জন্য প্রায় ২৯,০০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল৷

গত ৩০ বছরে খানস টিউটোরিয়ালস থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ৫০০০ ছাত্রছাত্রী নিউ ইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুলের ভর্তির সুযোগ পেয়েছে বলে জানিয়েছে খানস টিউটোরিয়ালস এর প্রধান নির্বাহী ডা. ইভান খান৷

খানস টিউটোরিয়ালস এ প্রশিক্ষণপ্রাপ্তদের উচ্ছসিত সাফল্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন শাখায় ফরঅফল ঘোষনার পর উপস্থিত হওয়া অনেক সফল শিক্ষার্থীর বাবা-মায়েরা৷ তাঁরা বলেছেন, খানস টিউটোরিয়ালস এর প্রধান নির্বাহী ডা. ইভান খানের নেতৃত্বে ও চেয়ারম্যান ও অন্যতম প্রতিষ্ঠাতা মিসেস নাঈমা খানের সার্বিক তত্তাবধানে নিয়োজিত প্রশিক্ষক ও সহযোগীরা প্রতিটি ছাত্রছাত্রীকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে থাকেন৷ পাশাপাশি শিক্ষাদানের পদ্ধতি ও কারিকুলাম অত্যন্ত আধুনিক প্রযুক্তি নির্ভর যা ছাত্রছাত্রীদের পরবর্তী শিক্ষাকেন্দ্রে এগিয়ে থাকার সুযোগ সৃষ্টি করে দেয়৷

শেয়ার করুন