নিউইয়র্ক     শনিবার, ২২শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

নিউ ইয়র্ক পুলিশের ডিটেকটিভ জামিল সারোয়ারের পদোন্নতি

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৪ | ০৬:৫৫ পূর্বাহ্ণ | আপডেট: ০১ জুন ২০২৪ | ০৬:৫৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিউ ইয়র্ক পুলিশের ডিটেকটিভ জামিল সারোয়ারের পদোন্নতি

Screenshot

বাংলাদেশী বংশোদ্ভুত নিউ ইয়র্ক পুলিশের ডিটেকটিভ জামিল সারোয়ার ডিটেকটিভ তৃতীয় গ্রেড থেকে সম্মানজনক দ্বিতীয় গ্রেড পদে পদোন্নতি অর্জন করেছেন। গত ৩১ শে মে শুক্রবার, দুপুরের পর কুইন্সের পুলিশ একাডেমিতে পদোন্নতি পর্ব অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ কমিশনার তার হাতে সার্টিফিকেট তুলে দিয়েছেন।

পদোন্নতিপ্রাপ্ত ডিটেকটিভ জামিল সারোয়ার জনি বাংলাদেশের পিরোজপুর শহরের বিশিষ্ট আইনজীবী মরহুম সারোয়ার হোসেন এবং পিরোজপুর সরকারি মহিলা কলেজের ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ সাবেক অধ্যক্ষ রেনু সারোয়ারের ছোট ছেলে এবং তার বড় ভাই সাকিল সরোয়ার বিসিএস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তজুমদ্দিন, ভোলায় কর্মরত।

জামিল সারোয়ার জনি ২০০৬ সালে বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ২০১২ সালে তিনি নিউইয়র্ক পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০১৬ সালের ১৭ এপ্রিল তিনি ডিটেকটিভ তৃতীয় গ্রেড হিসাবে পদোন্নতি লাভ করেন। ২০১৩ সালের ৪ জুলাই নিউইয়র্কের ব্রুকলিনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের গুলিতে আহত হন জামিল সারোয়ার জনি। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৭ বার তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগের সম্মাননা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিটেকটিভ জামিল সারোয়ার জনি।

ডিটেকটিভ জামিল সারোয়ার পুলিশ বিভাগে অপরাধ তদন্ত কাজের পাশাপাশি, তার কর্মের জন্য নিউইয়র্ক সিটির অন্যান্য কমিউনিটি বিশেষ করে বাংলাদেশী কমিউনিটির মধ্যে সুপরিচিত এবং বর্তমানে বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের মিডিয়া লিয়াজেঁা হিসেবে কর্মরত রয়েছে।

জামিল সারোয়ার জনি বর্তমানে নিউইয়র্ক পুলিশের গুরুত্বপূর্ণ বিভাগ ইন্টেলিজেন্স ডিভিশনের সাইবার ক্রাইম শাখায় কর্মরত। এর আগে নিউইয়র্ক পুলিশের একটি দল রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সাইবার ক্রাইম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে। ওই দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

বর্তমানের ডিটেকটিভ জামিল সারোয়ার তার স্ত্রী লামিয়া নোশীন এবং সন্তান জুনায়না জামিল রূপকথা ও জোহরান জামিল গল্পকে নিয়ে লং আইল্যান্ডে বসবাস করেন।

শেয়ার করুন