নিউইয়র্ক     শনিবার, ২২শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে সাপ্তাহিক খবর’র আত্মপ্রকাশ, দল নিরপেক্ষতায় কাজ করার প্রতিশ্রুতি

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৪ | ১২:২৩ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ জুন ২০২৪ | ১২:২৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্কে সাপ্তাহিক খবর’র আত্মপ্রকাশ, দল নিরপেক্ষতায় কাজ করার প্রতিশ্রুতি

নিউইয়র্কে সাপ্তাহিক খবর নামে আকেটি প্রত্রিকা আত্মপ্রকাশ করলো। পত্রিকাটির প্রকাশ বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত হোসেন বেলাল । সম্পাদকের দায়িত্ব পালন করছেন সাংবাদিক ফরিদ আলম। সিটি এডিটর হিসেবে রয়েছেন এসএম সোলায়মান।

গত ৩১ মে শুক্রবার কুইন্সের গুলশান ট্যারেসেতে আয়োজিত প্রকাশনা উৎসবে কমিউনিটির বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রকাশক বেলায়েত হোসেন ও সম্পাদক ফরিদ আলম পত্রিকাটিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন। বেলায়েত হোসেন বেলাল বলেন, দীর্ঘদিনের স্বপ্নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। কমিউনিটিকে এগিয়ে নিতে সাপ্তাহিক খবর জোড়ালো ভূমিকা পালন করবে। সম্পাদক ফরিদ আলম বলেন, অসত্যের সাথে এই পত্রিকা আপোষ করবে না। দল নিরপেক্ষতায় আমরা কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।

নতুন এই পত্রিকার প্রকাশনায় কমিউনিটির বিশিষ্ঠ ব্যক্তিবর্গ ও কর্মরত সাংবাদিকরা ফুল দিয়ে বেলায়েত হোসেন, ফরিদ আলম ও এসএম সোলায়মানকে অভিনন্দিত করেন। তাদের মধ্যে রয়েছেন সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, ঠিকানার সম্পাদক এমএম শাহিন, এমসি টিভি’র সিইও কাজি শামসুল হক, টাইম টিভি’র সিইও আবু তাহের, বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, জন্মভুমি সম্পাদক রতন তালুকদার, প্রবাস সম্পাদক মোহাম্মদ সাইয়িদ, নবযুগ সম্পাদক সাহাবুদ্দিন সাগর ও ব্যবস্থাপনা সম্পাদক নিম্মি নাহার, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, হক কথা সম্পাদক এবিএম সালাহউদ্দীন আহমেদ, নিউইয়র্ক কাগজের কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম, এডিটর আফরোজা ইসলাম,সাংবাদিক আকবর হায়দার কিরন, সাংবাদিক নাসরাত আর্শিয়ানা চৌধুরী, সাপ্তাহিক বাংলাদেশ প্রতিদিনের আবুল কাশেম, টিবিএন২৪ টিভিরএএফএম জামান, রিমন ইসলাম, মোস্তফা অনিক রাজ, সৌরভ ইমাম, মাওলানা রশীদ আহমেদ, তুষার পিক, জহিরুল ইসলাম প্রমুখ।

কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া ও সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সাবেক সাধারন সম্পাদক আতাউর রহমান সেলিম, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, নাসির আলী খান পল, আশা হোম কেয়ার এর সিইও আকাশ রহমান, কমু্নিটি এক্টিভিষ্ট ফাহাদ সোলায়মান, জনপ্রিয় শিল্পী বেবি নাজনীন, শেফ খলিলুর রহমান, লায়ন রকি আলিয়ান, ব্যবসায়ী জসিম ভূইইয়া, আমিনুল ইসলাম, কমু্নিটি এক্টিভিষ্ট কাজি আজম, কমু্নিটি এক্টিভিষ্ট ফকরুল ইসলাম দেলোয়ার, জে মোল্লা সানি, লায়ন এম জিলানী, এষ্টোরিয়া ডিজিটাল ট্র্যাভেলস এর নজরুল ইসলাম প্রমুখ। – ইউএসনিউজ

শেয়ার করুন