নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অপ্রীতিকর ঘটনা প্রেসক্লাব বা ইফতার মাহফিলের সম্পূর্ণ বাইরের বিষয় - ক্লাব সভাপতি মনোয়ারুল ইসলাম

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪ | ০৩:০৬ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ মার্চ ২০২৪ | ০৩:০৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমাজান উপলক্ষ্যে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বুধবার (১৩ মার্চ) জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে প্রেসক্লাবের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। ক্লাবের সাবেক সহ সভাপতি মাহমুদ খান তাসেরের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাব সদস্য ছাড়াও নিউইয়র্কের বিভিন্ন বাংলা মিডিয়ার সম্পাদক, সাংবাদিক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশ নেন।

ক্লাব সভাপতি মনোয়ারুল ইসলাম ও কোষাধ্যক্ষ রশীদ আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের খতিব মাওলানা আব্দুস সাদিক। এরপর রমজানের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন আল কোরআন দাওয়া সেন্টার ইউএসএ’র চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমীন, বিশেষ দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ মাওলানা শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভি’র সিইও এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের, সাবেক সংসদ সদস্য ও সাপ্তাহিক ঠিকানার সম্পাদক এম এম শাহীন, দ্য বে ওয়েভ পত্রিকার সম্পাদক ও জেবিটিভি’র প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা স্যার ড. আবু জাফর মাহমুদ, সাপ্তহিক আজকাল সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ আব্দুর রব মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ এবার রোজার প্রথম দিনে নিউইয়র্ক ষ্টেট সিনেটের বাজেট অধিবেশনের শুরুতে প্রথমবারের মতো পবিত্র কোরআন তেলাওয়াতের প্রসঙ্গ তুলে ধরে বলেন, সমস্ত সৃষ্টিকুলের জন্য সৌভাগ্যের মাসে নিউইয়র্ক ষ্টেট সিনেট অধিবেশনে এর মধ্য দিয়ে একটি অসাধারণ দৃষ্টান্ত গড়ে উঠেছে।

উল্লেখ্য, প্রেসক্লাবের ইফতার মাহফিল শেষে এক আড্ডায় বাংলাদেশের রাজনীতি নিয়ে সাবেক সংসদ সদস্য ও সাপ্তাহিক ঠিকানার সম্পাদক এম এম শাহীন এর সাথে উত্তেজনাকর বাকবিকন্ডায় জড়িয়ে পড়েন ক্লাবের সদস্য মঈনুদ্দীন নাসের। চরমভাবে উত্তেজিত মঈনুদ্দীন নাসেরকে শান্ত হতে অনুরোধ করেন পাশে দাঁড়ানো রিয়েল এষ্টেট ইনভেস্টর নুরুল আজিম। এসময় মঈনুদ্দীন নাসের চড়াও হন নুরুল আজিম এর উপর। দুইজনের মধ্যকার অনাহুত অপ্রীতিকর ঘটনায় হতবিহব্বল হয়ে পড়েন অনেকে। তবে অপ্রীতিকর পরিস্থিতি প্রেসক্লাব বা ক্লাবের ইফতার মাহফিলের সম্পূর্ণ বাইরের ঘটনা বলে জানিয়েছেন ক্লাব সভাপতি মনোয়ারুল ইসলাম।

শেয়ার করুন