নিউইয়র্ক     শনিবার, ২২শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ ইঙ্ক এর নতুন কমিটি : দুলাল বেহেদু সভাপতি ও কাজি আমিনুল ইসলাম স্বপন সাধারণ সম্পাদক

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৪ | ০৯:১২ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ জুন ২০২৪ | ১০:১২ পূর্বাহ্ণ

ফলো করুন-
ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ ইঙ্ক এর নতুন কমিটি : দুলাল বেহেদু সভাপতি ও কাজি আমিনুল ইসলাম স্বপন সাধারণ সম্পাদক

দুলাল বেহেদুকে সভাপতি ও কাজি আমিনুল ইসলাম স্বপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ঢাকা জেলাএসোসিয়েশান ইউএসএ ইঙ্ক এর নতুন কমিটির নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সংগঠনের কোন ভোটার তালিকা না থাকায় ১০ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন নিজেরা ভোট দিয়ে কার্যকরী কমিটি নির্বাচন করেন। নির্বাচন কমিশনের ১০ সদস্যের মধ্যে ৭ জন, যথাক্রমে আমানুল্লাহ আমান (প্রধান নিের্বাচন কমিশনার), শেখ সালাহউদ্দিন আহমেদ খোকন (সদস্য সচিব), সদস্য মো: গিয়াসউদ্দিন, সদস্য হাবিবা জোয়ারদার, সদস্য আলাউদ্দিন আহমদ, সদস্য ইঞ্জিনিয়ার ফারুক হোসেন ও সদস্য কে এম তারেক ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনের দুইজন সদস্য আমিন মেহেদু বাবু ও মিশুক সেলিম ভোট প্রদান করেন নি।

নির্বাচন কমিশনের অপর সদস্য বাংলাদেশে থাকলেও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সাথে সহমত প্রকাশ করেন।

শেয়ার করুন