নিউইয়র্ক     সোমবার, ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে শাহীন কামালী-মইনুল ইসলামের নেতৃত্বাধীন জালালাবাদ অ্যাসোসিয়েশনের যৌথ সভা, আগামী আগস্ট মাসে নির্বাচন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৪ | ১০:৪৩ অপরাহ্ণ | আপডেট: ২৫ মে ২০২৪ | ১০:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্কে শাহীন কামালী-মইনুল ইসলামের নেতৃত্বাধীন জালালাবাদ অ্যাসোসিয়েশনের যৌথ সভা, আগামী আগস্ট মাসে নির্বাচন

Screenshot

নিউইয়র্কে এস্টোরিয়াস্থ জালালাবাদ ভবনে শাহীন কামালী এবং মইনুল ইসলামের নেতৃত্বাধীন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের কাযর্করি কমিটি ও নির্বাচন কমিশনের এক যৌথ সভা গত ১৯ মে রোববার অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাহীন কামালীর সভাপতিত্বে এবং সহ-সম্পাদক আতাউল গনী আসাদের পরিচালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম। সংগঠনের সাংগঠনিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ এবং একটি অবাধ, নিরপেক্ষ এবং জালালাবাদবাসীর অংশগ্রহণে নির্বাচনে কাযর্করি কমিটির সার্বিক সহযোাগতার আশ্বাস প্রদান করেন মঈনুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের স্বাগত জানিয়ে বক্ত্যব রাখেন সহ-সভাপতি দরুদ মিয়া রনেল (সিলেট), সহ-সভাপতি মনির উদ্দিন (সুনাম গঞ্জ), সহ-সভাপতি বশির খান (মৌলভী বাজার), সহ-সভাপতি শেখ জামাল হোসেন (হবিগঞ্জ), সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরি কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী শেফাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহিদুল হক রাসেল, সাহিত্য সম্পাদক আব্দুল চৌধুরী উমেল, সমাজকল্যাণ সম্পাদক জয়নাল আবেদীন লায়েক, কোষাধ্যক্ষ মইনুজ্জামান চৌধুরী, আইন সম্পাদক দেওয়ান মোতাসসির, কার্যকরি কমিটির সদস্য হেলিম উদ্দিন, মিজানুর রহমান।

সভায় অচিরেই ভোটার সংগ্রহ কার্যক্রম এবং ৭ জুলাই ভোটার নিবন্ধনের শেষ দিন নির্ধারণ করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার এম এ কাইয়ুম, বীর মুক্তিযোদ্বা আজিজুর রহমান সাবু (সিলেট), সৈয়দ শওকত আলী (মৌলভী বাজার), প্রফেসর আমিনুল হক চুন্নু (সুনামগঞ্জ) উপস্থিত ছিলেন। সভায় কমিশনারবৃন্দ আগামী আগস্ট মাসে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন।

শেয়ার করুন