নিউইয়র্ক     শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইন্ক এর ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪ | ০১:২৪ অপরাহ্ণ | আপডেট: ২৩ মার্চ ২০২৪ | ০১:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইন্ক এর ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত

গত ১৭ মার্চ রবিবার উডসাইডের গুলশান টেরেসে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকার ইফতার মাহফিল শত শত মানুষের স্বত:স্ফূর্ত উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অত্যন্ত শৃঙ্খলঅপুর্ণ আয়োজনে ইফথার এর সামান্য পূর্বে হলে স্থান সংকুলান না হওয়ায় অনেকেই মেঝেত বসে ইফতার গ্রহণ করেন, দাঁড়িয়ে দাঁড়িয়েও ইফতার করেন বেশ কেয়কজন। প্রবাসে জালালাবাদবাসীর এমন বিশাল আয়োজন এবং উপস্থিতিতে ইফতার মাহফিল আগে চোখে পড়েনি অনেকেরই।

সংগঠনের সভাপতি শাহীন কামালীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, আসাদুল গনি আসাদ, জামাল হোসেন ও দরুদ মিয়া রুনেলের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি, নিউ ইয়র্ক এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ, বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান, জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক কর্মকর্তা ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ প্রমুখ।

বাংলাদেশ সোসাইটি, নিউ ইয়র্ক এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ বলেন, বিভক্তি নয়, যেকোন মুল্যে জালালাবাদবাসীকে ঐক্যবদ্ধ হয়ে একটি সংগঠনের আওতায় আসতে হবে।

সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, কমিউনিটিতে বিভ্রান্তি সৃষ্টি করে কোনো লাভ হবে না। সিলেটবাসী আজ প্রমাণ করেছেন, তারা ভবনের পক্ষে রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন। তিনি ভবন নিয়ে অপপ্রচার বন্ধ করার আহ্বান জানান।

সভাপতি শাহীন কামালী অনুষ্ঠান সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কাইয়্যুম ও মাওলানা সাইফুল আলম সিদ্দিকী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সমিতির বর্তমান সভাপতি এম এ মান্নান ও সাবেক সভাপতি আজিজুর রহমান সাবু, বোরহান উদ্দিন কফিল, বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারন সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম, ময়নুজ্জামান চৌধুরী, বিলাল চৌধুরী ও শাহ জে চৌধুরী, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার সৈযদ ফজলুর রহমান, আলহাজ জুবায়ের আলী, আব্দুর মুকিত চৌধুরী মাহরুফ, ইয়ামীন চৌধুরী, ড. জুন্নুন চৌধুরী, আব্দুল মালেক খান লায়েক, আব্দুল হাসিম হাসনু, সাবেক সাধারণ সম্পাদক পংকি মিয়া, আনোয়ার চৌধুরী প্যারেক, শাহীন আজমল, মাওলানা কাজী কাইয়্যূম, মাওলানা সাইফুল আলম সিদ্দিকী, মাওলানা শিহাব আহমেদ, আতিকুল ইসলাম জাকির, মোহাম্মদ তোলন, এনায়েত হোসেন জালাল, মখন মিয়া, আব্দুল বাছিত, জামিল আহমেদ, আব্দুস সালাম, শাহাব উদ্দিন, মনির আহমদ, সৈয়দ লোকমান, রুমানা আহমদ, নজরুল ইসলাম, নাসির উদ্দিন, আব্দুল করিম, আব্দুল হান্নান দুখু, আবু তালহা, নূরুল ইসলাম, মাহি মিয়া, বদরুল ইসলাম, গীতিকার গউছ খান, আবুল খায়ের মজনু, প্রফেসর আমিনুল হক চন্নু, ফটিক চৌধুরী, রিয়াজ উদ্দীন কামরান, শাহ মিজানুর রহমান, বিশিষ্ট অর্থনীতিবিদ এ এস এম ফুয়াদ, মনসুর চৌধুরী, হুমায়ুন চৌধুরী, গিয়াস উদ্দিন, রাসেল কবির, এমরান আলী টিপু, মোবাশ্বের হোসেন চৌধুরী, হাসমত তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী বাবু খান, আশফাক তালুকদার, ইব্রাহিম চৌধুরী খোকন, হেলাল তরফদার, মোতালিব রাজা, বাংলাদেশ সোসাইটির সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ নওশাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে কার্যকরি কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান আগত সবাইকে সংগঠনের পক্ষ থেকে কোরআন শরিফ, টুপি এবং তসবিহ উপহার দেওয়া হয়।

শেয়ার করুন