নিউইয়র্ক     শনিবার, ২২শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

জ্যাকসন হাইটস ক্রিকেট ক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত 

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৪ | ০২:৫৬ অপরাহ্ণ | আপডেট: ০৯ জুন ২০২৪ | ০৮:২২ পূর্বাহ্ণ

ফলো করুন-
জ্যাকসন হাইটস ক্রিকেট ক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত 

গত ৫ জুন, বুধবার  নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে জ্যাকসন হাইটস কিংস একাদশ ক্রিকেট ক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের দুইজন খেলোয়াড় সাবেক ফাস্ট বোলার আল আমীন ও অল রাউন্ডার মোক্তার আলীসহ অনুষ্ঠানে কিংস একাদশ টিমের সদস্য ও স্পন্সরগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জ্যাকসন হাইটসের ব্যবসায়ী, কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীদের অনেকেই উপস্থিত হয়ে শুভেচ্ছামূলক বক্তব্য রাখেন।

 

গত  ২০২০ সালে প্রতিষ্ঠিত এই ক্রিকেট ক্লাবের মূল্য লক্ষ্য ছিল, তারুণ্যদীপ্ত যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে, মাদকমুক্ত সমাজ গঠন তথা সুস্থ দেহ, সুস্থ মন, সুন্দর সমাজ প্রতিষ্ঠা।

আফতাব জনির সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের হয়। জ্যাকসন হাইটস কিংস একাদশ ক্রিকেট ক্লাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন রশীদ নিয়াজি, ভাইস-প্রেসিডেন্ট হুমায়ুন আহমেদ, টিম ডিরেক্টরের দায়িত্বে আছেন আফতাবুজ্জামান শিমুল, ম্যানেজারের দায়িত্ব পালন করছেন দুই জন আশিফুল হক ও আলাউদ্দিন রিমু এবং সিলেক্টরের দায়িত্বে আছেন সজীব ইসলাম।

 

খেলোয়ারের তালিকায় ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন রশীদ নিয়াজি, ভাইস ক্যাপ্টেন আসিফ ফয়সল। তালিকায় আছেন হাফিজ মুনাম, মো: রাবির, জে এ সনেট, শাহারিয়ার ইমন, মো: সারাফাজ, মশিউর রহমান, আফতাবুজ্জামান শিমুল, শিমুল পাল, আলী ইমরান, ইমরান উদ্দিন, মো. আলামিন হোসাইন, মুক্তাল আলী, রাফাতুল রাসেল, আলাউদ্দিন রিমু, মো: জিহান তৌহিদ, রেজাউল, সাফায়েত ইসলাম, মো. তারেক ভূইয়া ও হুমায়ুন কবির। ছবি পরিচয় এর নিজস্ব

শেয়ার করুন