নিউইয়র্ক     সোমবার, ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক এর বার্ষিক সাধারণ সভায় কার্যনির্বাহী কমিটির মেয়াদ আরো এক বছর বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৪ | ১২:৪০ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ মে ২০২৪ | ১২:৪০ পূর্বাহ্ণ

ফলো করুন-
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক এর বার্ষিক সাধারণ সভায় কার্যনির্বাহী কমিটির মেয়াদ আরো এক বছর বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত

গত রবিবার ১৯ মে ২০২৪ জ্যামাইকার তাজ মহল পার্টি হলে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।বিপুল সংখ্যক জালালাবাদবাসির উপস্হিতিতে সংগঠনের সভাপতি বদরুল হোসেন খানের সভাপতিত্বে এই সাধারণ সভার কার্যক্রম শুরু হয় এবং সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম। এসময় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক এর সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টি অন্যতম সদস্য আজিমুর রহমান বুরহান ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক এর ট্রাষ্টিবোর্ডের সদস্য ও সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, কওছারুজ্জামান কয়েস, ছদরুন নূর, সৈয়দ নাজমুল হাসান কুবাদ প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং প্রবাসে বসবাসরত বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চলের যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের রুহের ও আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করেন জালালাবাদের সদস্য শফিকুর রহমান। এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম ও কোষাধ্যক্ষের মোহাম্মদ আলীম রিপোর্ট পেশ করেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম তার দীর্ঘ রিপোর্টে সংগঠনের বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন।

রিপোর্টে সংকটময় মুহুর্তে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়া পর থেকে যে সকল কার্যক্রম করেছেন তা বিস্তারিত তুলে ধরেন এর মধ্যে অন্যতম সংগঠনের একাউন্ট থেকে ৩ লক্ষ ৩২ হাজার ডলার বেশি অর্থ উদ্ধারের জন্য সাবেক সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল ও সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ এবং বহিস্কৃত সাধারন সম্পাদক ময়নুল ইসলামের বিরুদ্ধে নিউইয়র্ক কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নী অফিসে অভিযোগ দায় করেছেন যা এখন তদন্তাধীন রয়েছে। এবং এর সাথে কুইন্স কাউন্টির অভিজ্ঞ আইনজীবী অ্যাটর্নি জোসেফ মোটন কে নিয়োগ করে আত্বাসাতকৃত অর্থ দিয়ে বহিস্কৃত সাধারন সম্পাদক মইনুল ইসলামের নিজস্ব নামে কিনা বাড়ীর উপর আমরা লীন বসিয়েছি এবং বাড়িটির মর্টগেজ কোম্পানির বিরুদ্ধেও সংগটনের চেক নিয়ে অবৈধভাবে অন্যের নামে বাড়ি রেজিস্ট্রি করায় মামলা দায়ের করা হয়েছে যা এখনও চলমান বলে যানান।

বহিস্কৃত সাধারন সম্পাদক ময়নুল ইসলাম আত্মসাৎকৃত অর্থ দিয়ে যে বাড়িটি ক্রয় করেছিলেন সেই বাড়িটি আজ ফোরক্লোজারের পথে জানিয়ে এই ব্যাপারে বিস্তারিত তথ্য এবং কোর্টে বহিস্কৃত সাধারন সম্পাদক ময়নুল ইসলামের দেওয়া স্বীকারোক্তি উপস্থিত সদস্যের হাতে তুলে দেওয়া হয়। যেখানে ময়নুল ইসলাম নিজে স্বীকার করেছেন ১০.৫% সুদের হারে ক্রয় করলেও এখন তা ২৪% । স্বীকারোক্তিতে মিথ্যা তথ্য দিয়ে সবাইকে বিভ্রান্ত করার যে চেষ্টা করেছেন বহিস্কৃত সাধারন সম্পাদক মঈনুল ইসলাম তার প্রমাণস্বরূপ ব্যাংকের প্রেসিডেন্টের মেরিট এফিডেভিট উপস্থিত সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। যেখানে পরিষ্কার ছিলো পে অফ লেটারে মঈনুল ইসলাম কোন পেমেন্ট করেনি।

কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম তার রিপোর্টে ২০২৩ সালের ১ জুন থেকে ২০২৪ সালের ৩১ এপ্রিল পর্যন্ত সংগঠনের আয়-ব্যয়ের প্রতিবেদন তুলে ধরেন। তিনি জানান, এই সময়ে সংগঠনের আয় হয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৬৩২ ডলার ৮০ পয়সা। এথেকে ১ লক্ষ ৩ হাজার ৭২৩ ডলার ৮০ পয়সা খরচ করা হয়েছে আর বাকি টাকা ব্যাংকে জমা রয়েছে, যারা সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম।

সভায় উপস্থিত দুই শতাধিকের বেশী সদস্য সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টের উপর মুক্ত আলোচনায় অংশ নেন। সভার মুক্ত আলোচনায় অন্যান্যের মধ্যে সাবেক ট্রাষ্টিবোর্ডের সদস্য এডভোকেট নাসির উদ্দিন, আব্দুস শহীদ, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, আব্দুল হাসিব মামুন ও আহমেদ জিলু, সাবেক সাবেক সহ সভাপতি জোসেফ চৌধুরী, সাব্বির হোসেন, জুয়েল আহমেদ, সাবেক সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, মোহাম্মদ ফজলুর রহমান, বাংলাদেশ সোসাইটি নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মকবুল রহীম চুনুই, রাজনীতিবীদ শেখ আতিক, মিসবাহ আহমেদ, মুলধারার রাজনীতিবীদ সাইফুর খান হারুন, কাজিরুল ইসলাম শিপন, এডভোকেট আলাউদ্দিন, তোফায়েল চৌধুরী, সাইকুল ইসলাম, মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার ডিষ্টক্ট সোসাইটি অব ইউএসএ ইনক এর সভাপতি সোহান আহমেদ টুটুল, সাবেক সভাপতি মোঃ তজমুন হোসেন, রিপন আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আলী, বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান রুহুল ও নাজমুল হক মাহবুব, শমস উদ্দিন, হারুন মিয়া, আমিলুল ইসলাম চুন্নু, বিল্লাহ উদ্দিন, খাইরুল ইসলাম খোকন, গোলাপগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ফারবেজ আহমেদ, আতিকুল ইসলাম আহাদ, কিনু চৌধুরী, ফকু চৌধুরী, জামিল হোসেন, বজলুর রহমান, হাসনু মিযা, ইমরুল মিয়া, আজিজুর রহমান পাখি, সরোয়ার হোসেন, আব্দুল পাত্তা, আসাদ উদ্দিন, নুরুল ইসলাম, আব্দুল বাছিত, নুরুল গনী নজরুল, রেজাউল করিম, হুমায়ূন কবীর, সবুজ চৌধুরী, আসিক মিয়া, নর্থ ব্রঙ্কস কমিউনিটি একটিবষ্ট মুক্তাদির হোসেন, হেলাল উদ্দিন চৌধুরী, আশফাকুল হক চৌধুরী, মোস্তফা কামাল, আব্দুল খালেক, ফারুক আহমেদ হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র সভাপতি আজদু মিয়া তালুকদার, উপদেষ্টা তাজুল ইসলাম তালুকদার চেয়ারম্যান, রুবেল মিয়া, চৌধুরী মোমিত তামিম, বাংলাদেশ সোসাইটি সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সোহাগ, জালালাবাদের সাবেক নির্বাচন কমিশনার সালেহ চৌধুরী, মিয়া মোহাম্মদ আলতাফ হোসেন, শফিকুর রহমান, কাজীরুল ইসলাম, জুয়েল আহমদ, মোকতার আহমদ, মোস্তাকুর রহমান লিটন, দিপংকর দেব, ওলিউর রহমান, তোফায়েল আহমদ চৌধুরী, মোঃ আবু ফজর, এডভোকেট আলহাজ জহির আলী, এডভোকেট আলাউদ্দিন এ তালুকদার, মোঃ এন গনি নজরুল, জাবেদ আলম, হুমায়ুন কবির সাবাজ চৌধুরী, রাগানুর রহমান, শাহিন আহমেদ প্রমুখ অংশ নেন।

সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে-

১। সংগঠনের পাওনা টাকা উদ্ধারে গৃহিত ব্যবস্হাগুলো অব্যাহত রাখা।

২। প্রবাসের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সভায় বর্তমান প্রতিকুল অবস্থা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সাংগটনের নির্বাচন এখন থেকে গটনতান্ত্রিক ভাবে পরিচালনার লক্ষ্য নিয়ে কার্যনির্বাহী কমিটির মেয়াদ আরো এক বছর বর্ধিত করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে অর্থাৎ আগামী ২০২৫ জুন মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।

৩। সাবেক সভাপতি ময়নুল হক চৌধুরী হেলালের আজীবন সদস্য পদ পুনর্বহাল করার প্রস্তাব গৃহীত হয়েছে।

৪। গঠনতন্ত্র সংশোধনী কমিটি আগামী তিন মাসের মধ্যে গঠনতন্ত্র সংশোধনী খসরা কার্যকারী পরিষদ নিকট হস্তান্তর করবেন।

সভার প্রায় প্রত্যেক বক্তাই সংগটনের ঐক্য অটুট রাখার পক্ষে কথা বলেন। সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি সভাপতি বদরুল হোসেন খানও বলেন ঐক্যের স্বার্থে সংগটনের দরজা সব সময় খোলা আছে তবে কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। – ফয়সাল আলম , প্রচার ও দপ্তর সম্পাদক কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি অনুসারে

শেয়ার করুন