নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফোবানাকে ঐক্যবদ্ধ করার প্রয়াসও সফল হতে যাচ্ছে - চেয়ারম্যান শাহ নেওয়াজ

মেরিল্যান্ডে ৩৮তম ফোবনা কনভেনশনের কিকঅফ ও গালা ডিনার নাইটে হোস্ট কমিটি ঘোষণা

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪ | ০২:৩০ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ মার্চ ২০২৪ | ০২:৩০ পূর্বাহ্ণ

ফলো করুন-
মেরিল্যান্ডে ৩৮তম ফোবনা কনভেনশনের কিকঅফ ও গালা ডিনার নাইটে হোস্ট কমিটি ঘোষণা

আগামি লেবার ডে উইকএন্ডে (আগষ্ট ৩০, ৩১ ও সেপ্টেম্বর ০১) মেরিল্যান্ডে অনুষ্ঠিতব্য ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৩৮ তম কনভেনশন ২০২৪ এর আনুষ্ঠানিক পদযাত্রা (কিকঅফ) ও গালা ডিনার নাইট গত ৯ মার্চ শনিবার সন্ধ্যায় মেরিল্যান্ডের রকভিলে অবস্থিত হোটেল রামাদাতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৩৮ তম কনভেনশন ২০২৪ এর ১০১ সদস্যের হোস্ট কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোবনা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। এসময় ফোবানার ষ্টিয়ারিং কমিটির পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী সাখাওয়াত হোসাইন আজম ও ট্রেজারার ফিরোজ আহমেদ।

ফোবানার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ তুমুল করতালির মধ্যে ৩৮ তম কনভেনশন ২০২৪ এর‘কিক অফ এন্ড গালা ডিনার’ উদ্বোধন ঘোষণা করেন। এসময় হলজুড়ে মেরিল্যান্ডের শতাধিক পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

আগামি ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত মেরিল্যান্ডে ফোবানা কনভেনশন অনুষ্ঠিত হবে। এজন্য চলছে ব্যাপক আয়োজনের প্রস্তুতি।

এরপরফোবানার ষ্টিয়ারিং কমিটির পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী সাখাওয়াত হোসাইন আজম জাহাঙ্গীর কবির বাবলুকে কনভেনর ও সারওয়ার মিয়াকে সদস্য সচিব করে ১০১ সদস্যের হোস্ট কমিটির নাম ঘোষণা করেন। কমিটিতে কবিরুল ইসলামকে প্রধান উপদেষ্টা, ফারুক আহমেদকে প্রেসিডেন্ট ও হাদী কাইয়ুমকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এছাড়া অনুষ্ঠানে হোস্ট অর্গানাইজেশান হিসেবে বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন ইনকের নামও ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে ফোবানার চেয়ারম্যান শাহ নেওয়াজ মেরিল্যান্ড ফোবানার জন্য গঠিত কমিটির কর্মকর্তাদের পরিচয়পত্র পরিয়ে দেন। ৩৭ বছর পর মেরিল্যান্ডবাসী ফোবানাকে নিজেদের মাঝে পাচ্ছেন বলে আলোচকগণ উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও আজকাল পত্রিকার সম্পাদক শাহ নেওয়াজ বলেন, ফোবানাকে শক্তিশালী করার জন্য কঠোর পরিশ্রম করে আজকের পর্যায়ে আনা সম্ভব হয়েছে। আগামী দিনে আরও সফল ফোবানা সম্মেলন উপহার দেবার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান । সেই সাথে ফোবানাকে ঐক্যবদ্ধ করার প্রয়াসও সফল হতে যাচ্ছে বলে জনাব শাহনেওয়াজ আশাবাদ ব্যক্ত করেন।

৩৮তম কনভেনশনের কনভেনর জাহাঙ্গীর কবির বাবলু মেম্বার সেক্রেটারি মোহাম্মদ সারওয়ার মিয়া ও হোস্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফারুক এবং প্রেসিডেন্ট হাদী কাইয়ুম শুভেচ্ছা বক্তব্যে ফোবানার ঐতিহ্য অক্ষুন্ন রাখার জন্য মেরিল্যান্ডবাসী ঐক্যবদ্ধ হয়েছেন বলে ঘোষণা দিয়েছেন।

আগামী ফোবানা কনভেনশনের সাফল্য কামনা করে ফোবানার ষ্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারী কাজী আজম বলেন, বৃষ্টির মাঝেও যে আজকের কিক অফের এতো মানুষ উপস্থিত হয়েছেন তাতে বুঝা যায় মেরিল্যান্ডবাসী ৩৮তম ফোবানা কনভেনশনকে স্বার্থক করে তুলবেন।

এসময় আরো বক্তব্য রাখেনন, স্টিয়ারিং কমিটির ট্রেজারার ফিরোজ আহমেদ, কবিরুল ইসলাম এসিস্ট্যান্ট সেক্রেটারী, মোহাম্মদ নেছার, কামরুল কনা, প্রফেসর গোমেজ প্রমুখ ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, মিলিনিয়াম টিভির সিইও নুর তফাদার, সাংবাদিক জাহিদ হাসান, সাপ্তাহিক আজকালের সাংবাদিক হাসান মাহমুদ ও এবি সিদ্দিক, চ্যানেল নিউজ২৪ এর সাংবাদিক মোস্তফা অনিক রাজ ও চ্যানেল আরটিভির পক্ষে বদরুদ্দোজা সাগর।

অনুষ্ঠানের শেষ পর্বে রাতের খাবার পরিবেশনের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন ফোবনা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শাহ নেওয়াজের সহধর্মিনী, আমেরিকার অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী রানো নেওয়াজ, মোস্তফা অনিক রাজ ও স্থানীয় কন্ঠশিল্পীবৃন্দ।

শেয়ার করুন