নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চলে গেলেন নিউইয়র্ক প্রবাসী প্রবীণ শিশু সাহিত্যিক হাসানুর রহমান

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪ | ০৩:২৭ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ মার্চ ২০২৪ | ০৩:২৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
চলে গেলেন নিউইয়র্ক প্রবাসী প্রবীণ শিশু সাহিত্যিক হাসানুর রহমান

গত বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে নিউইয়র্ক প্রবাসী প্রবীণ শিশুসাহিত্যিক হাসানুর রহমান কুইন্সের একটি রিহ্যাব সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। ব্যক্তিগত জীবনে নিউইয়র্কের ‘শিরি শিশু সাহিত্য কেন্দ্র’-এর প্রতিষ্ঠাতা পরিচালক ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী পারভীন রহমানের স্বামী এবং নিউইয়র্কের জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী রাজিব রহমানের বাবা এবং প্রবাসের আরেক জনপ্রিয় শিল্পী বিউটি দাসের শশুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর, তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকালের খবরে নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

এদিকে মরহুরের নামাজে জানাজা ঐদিনই (বৃহস্পতিবার) জ্যামাইকা মুসলিম সেন্টারে বাদ জোহর অনুষ্ঠিত হয় এবং একইদিন অপরাহ্নে নিউজারর্সী রাজ্যের একটি মুসলিম কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

জানা যায়, প্রায় তিন বছর আগে বাসায় হটাৎ করে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলে তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়ে। সেখানে চিকিৎসার পর কুইন্সের একটি রিহ্যাব সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় আড়াই বছর ধরে চিকিৎসাধীন ছিলেন। অনেকদিন ধরেই তিনি বোধশক্তি হারিয়ে ফেলেন।

হাসানুর রহমান ১৯৯৬ সালের আগস্ট মাসে যুক্তরাষ্ট্র প্রবাসী হন এবং নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মরহুম হাসানুর রহমানের জন্ম ১৯৪৬ সালের ২২ আগস্ট নাটোর জেলার সিংড়া উপজেলার লালোরের দারোগা বাডীতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে ১৯৬৮ সালে বিএ (অনার্স) ও ১৯৬৯ সালে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ষাটের দশকে (১৯৬৬-১৯৭০) ঢাকার অধুনালুপ্ত শিল্পী-সাহিত্যিক গোষ্ঠী ‘পূর্বাশা’র দফতর সম্পাদক ছিলেন। ১৯৭২ সালে ঢাকা থেকে প্রকাশিত অধুনালুপ্ত ‘দৈনিক সমাজ’ পত্রিকায় সাংবাদিকতা করেন। ১৯৯৪-১৯৯৫ সালে পেট্রোবাংলার বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিঃ-এর ঢাকা লিয়াজো অফিসে ব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে কাজ করেন।

প্রচার বিমুখ মানুষ হাসানুর রহমান শিশুদের জন্য অসংখ্য বই লিখেছেন। নিউইয়র্কে ‘শিরি শিশু সাহিত্য কেন্দ্র সংগঠন’ নামে একটি সংগঠনের নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন। তার প্রকাশিত বই ১১টি। প্রবীণ শিশু সাহিত্যিক হিসেবে সুপরিচিত হাসানুর রহমান প্রায় পাঁচ দশক ধরে ছোটদের জন্যে ছড়া, কবিতা, রূপকথা, গল্প-নিবন্ধ, একাংকিকা লিখেছেন। জীবদ্দশায় তিনি বাংলাদেশ শিল্প কৃষ্টি সংসদের হাজী মোহাম্মদ মহসিন স্বর্ণপদক, ঢাকার ভাস্কর নাট্যদলের ‘ভাস্কর নাট্যদল মিলেনিয়াম-২০০০ পুরস্কার এবং রাজশাহীর ‘খাজা স্মৃতি পাঠাগার ফেলাশীপ ২০০২’-এ ভূষিত হন। খবর ইউএনএ’র।

শেয়ার করুন