নিউইয়র্ক     শনিবার, ২২শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

দেশরত্ন’ পদক পেলেন ডা. বি এম আতিকুজ্জামান

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৪ | ০৮:৫২ পূর্বাহ্ণ | আপডেট: ০১ জুন ২০২৪ | ০৮:৫২ পূর্বাহ্ণ

ফলো করুন-
দেশরত্ন’ পদক পেলেন ডা. বি এম আতিকুজ্জামান

যুক্তরাষ্ট্রের প্রশিতযশা চিকিৎসক, শিক্ষক এবং মানবহিতৈশী ডা. বি এম আতিকুজ্জামানকে বাংলাদেশ এবং প্রবাসে বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষা ও জনহিতকর কাজের জন্য “দেশরত্ন” পদক প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার (২৮ মে) ফ্লোরিডার সামাজিক সংগঠন কারিগরের নবম বর্ষপূর্তির একটি অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এ পদকটি তার হাতে তুলে দেন ফ্লোরিডার বাংলাদেশ কনসুলেটের কলসাল জেনারেল ইকবাল আহমেদ।

ডা. বি এম আতিকুজ্জামান ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ড শহরে সপরিবারে বসবাস করলেও বাংলাদেশি ডায়োস্পরার একজন উজ্জ্বল নক্ষত্র তিনি। তিনি একজন বিখ্যাত পরিপাকতন্ত্র এবং লিভার বিশেষজ্ঞ হিসেবে ডাইজেষ্টিভ এন্ড লিভার সেন্টার অফ ফ্লোরিডার পরিচালক হিসেবে কর্মরত আছেন। একই সঙ্গে ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডার কলেজ অফ মেডিসিনের একজন ফাউন্ডার ফ্যাকাল্টি।

প্রায় দীর্ঘ তিন যুগ ধরে আমেরিকায় বসবাস করলেও তিনি বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞান খাতে শিক্ষা ও কারিগরি জ্ঞান বিকাশে সহায়তা করে আসছেন।

নন রেসিডেন্ট বাংলাদেশি ডাক্তারদের সবচেয়ে কার্যকর সংগঠন ‘প্লানেটরি হেলথ একাডেমিয়ার’ বর্তমান চেয়ারম্যান তিনি। এ সংগঠনটি বাংলাদেশে চিকিৎসকদের সঙ্গে যৌথ সহযোগীতায় আধুনিক স্বাস্থ্য শিক্ষা, প্রযুক্তি সরবরাহে অভূতপূর্ব কাজ করছে। দেশে লিভার ট্রান্সপ্ল্যান্ট, ক্যানসার চিকিৎসা, অত্যাধুনিক হার্ট সার্জারী, গবেষণার ক্ষেত্রে তারা বিশাল অবদান রাখছে। তরুণ চিকিৎসকদের বিশেষ স্কলারশীপ প্রদান করে তাদের পৃথিবীর বিখ্যাত হাসপাতালে প্রশিক্ষণ নেবার ব্যবস্থা করছেন তারা।

ডা. আতিকের সেন্টারে তিনি গত দু’যুগ ধরে তরুণ বাংলাদেশি ডাক্তারদের প্রশিক্ষণের ব্যাবস্থা করেন।

গত ফেব্রুয়ারিতে তাদের সংগঠনটি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় গ্লোবাল হেলথ কেয়ার সামিট, কর্মশালা ও কোর্সের ব্যবস্থা করেন যেখানে ২ হাজারেরও বেশি বাংলাদেশি চিকিৎসক অংশগ্রহণ করেন।

ডা. বি এম আতিকুজ্জামান ২০২০ সালে প্রবাসী বাংলাদেশিদের দেশে বসবাসরত প্রবীণ আত্নীয়স্বজনদের চিকিৎসার জন্য ‘ক্লিক হেলথ সার্ভিস’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার পেছনে বিশাল অবদান রেখেছেন। কোভিডকালীন সময়ে বাংলাদেশে এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য তার অসামান্য অবদানের জন্য টাইম টেলিভিশন তাকে বিশেষ পদক প্রদান করে।

ডা. বি এম আতিকুজ্জামান একজন লেখক, পরিব্রাজক এবং সমাজসেবক। তিনি বিভিন্ন প্রচারমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্য শিক্ষার জন্য অবিরাম কাজ করছেন। তার স্ত্রী ডা. তাহসিনা ইয়াসমিন তাকে সর্বতোভাবে সহযোগীতা করেন। তাদের দু’সন্তানও চিকিৎসা বিজ্ঞানে পড়াশুনা করছে তাদেরই পথ ধরে।

শেয়ার করুন