নিউইয়র্ক     শনিবার, ২২শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক এর আলোচনা সভা

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৪ | ১২:৩১ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ জুন ২০২৪ | ১২:৩১ পূর্বাহ্ণ

ফলো করুন-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক এর আলোচনা সভা

গত ৩০ মে অনিন্দ সুন্দর, বর্ণিল ও প্রাণবন্ত পরিবেশে এস্টোরিয়া, নিউইয়র্ক এর একটি আধুনিক মিশরীয় রেষ্টুরেন্টেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক এর আয়োজনে এক আলোচনা সভা ও বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আব্দুল মুহিত এবং নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মাহমুদ আহমেদ ও পরিচালনা করেন সাধারন সম্পাদক নোমান সরকার। এলামনাই এসোসিয়েশনের পক্ষ্ থেকে বক্তব্য রাখেন কনসাল জেনারেল নাজমুল হুদা, প্রতিষ্ঠাতা সদস্য ও এডভাইজার সামছুদ্দিন আজাদ, সাবেক সভাপতি বিষ্ণু গোপ ও দেলোয়ার এম হাসান, সাবেক সহ সভাপতি হাসান মাহমুদ, বর্তমান সহ সভাপতি এস,এম ইকবাল ফারুক , সাংষ্কৃতিক সম্পাদক ইয়াসমিন ফাত্তাহ (ঝর্না), কার্যকরী সদস্য আবদুল আউয়াল শামীম ও শিবলী ছাদেক এবং সদস্য সুদীপ্ত দে । সম্মানিত অতিথিদের বিশ্ববিদ্যালয়ের প্রতীক সম্বলিত এসোসিয়েশনের কোট পিন পরিয়ে দেয়া হয়।

আনন্দঘন ও মনোমুগ্ধকর পরিবেশে রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত আলাপচারিতা,স্মৃতি রোমন্থন, বক্তব্য, ধন্যবাদ জ্ঞাপন এবং নৈশভোজে অংশগ্রহনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন