নিউইয়র্ক     সোমবার, ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

আসিফ মাহমুদ রাজের জুরিস ডক্টর (জেডি) ডিগ্রী লাভ

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৪ | ১১:২৯ অপরাহ্ণ | আপডেট: ২৫ মে ২০২৪ | ১১:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
আসিফ মাহমুদ রাজের জুরিস ডক্টর (জেডি) ডিগ্রী লাভ

আসিফ মাহমুদ রাজ ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া’র পেন কেরি ল’ স্কুল থেকে জুরিস ডক্টর (জেডি) ডিগ্রী অজর্ন করেছে। গত ২০শে মে সোমবার গ্রেজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আসছে সেপ্টেম্বর ২০২৪ এ আসিফ মাহমুদ আমেরিকান কর্পোরেট ল-ফার্ম গ্রীনবার্গ ট্ররিগ এলএলপি, ওয়ান ভ্যান্ডারবিল্ট এভিনিউ, ম্যানহাটান, নিউইয়র্ক অফিসে যোগ দেবেন। আসিফ মাহমুদ রাজ রিয়েল এষ্টেট ব্যবসায়ী বেলাল মাহমুদ ও জাহানারা বেগম এর প্রথম সন্তান। রাজ ব্রুকলিন টেকনিক্যাল হাইস্কুল থেকে ল’ এন্ড সোসাইটি এবং ম্যাকোলে অনার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান-এ সুম্মা কাম লাউডে (অনার্স) সহ ব্যাচেলর ডিগ্রী লাভ করেন। মাহমুদ ফ্যামেলি সকলের কাছে দোয়া প্রার্থী।

শেয়ার করুন