নিউইয়র্ক     শনিবার, ২২শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সম্মিলিত ঢাকা জেলাবাসীর সমর্থনে ঢাকা জেলা এসোসিয়েশন ইউ এস এ ইঙ্ক এর নতুন কমিটি ঘোষণা

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৪ | ১০:২৪ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ জুন ২০২৪ | ১০:২৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
সম্মিলিত ঢাকা জেলাবাসীর সমর্থনে ঢাকা জেলা এসোসিয়েশন ইউ এস এ ইঙ্ক এর নতুন কমিটি ঘোষণা

সম্মিলিত ঢাকা জেলাবাসীর সমর্থনে ঢাকা জেলা এসোসিয়েশন ইউ এস এ ইঙ্ক এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে , সভাপতি পদে উজ্জ্বল বিপুল নির্বাচিত এবং সাধারণ সম্পাদক পদে কামাল হোসেন রাকিব নির্বাচিত ।

গত ২৭শে মে সোমবার জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টের পার্টি হলে বিপুল সংখ্যক সম্মিলিত ঢাকাবাসীর ঐক্যেমতের ভিত্তিতে ঢাকা জেলা এসোসিয়েশন ইউ এস এ ইঙ্ক এর সভাপতি পদে উজ্জল বিপুল এবং সাধারণ সম্পাদক পদে কামাল হোসেন রাকিবকে নির্বাচিত করেন এবং ঢাকা জেলার সবাইকে নিয়ে ঐক্যের ভিত্তিতে পরবর্তীতে মিডিয়ায় ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে সভায় জানানো হয় ঢাকা জেলা এসোসিয়েশন এর যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিলো তাদের মেয়াদ অনেক আগে শেষ হয়ে যায়, ইতিমধ্যে ৬ মাস পেরিয়ে গেছে কিন্তু তারা কোনো কমিটি গঠন করতে পারেনি যে কারণে গত ২৭শে মে সম্মিলিত ঢাকাবাসী উপরোক্ত বিশেষ সভা আয়োজন করে।

পরবর্তীতে সকল ঢাকাবাসীকে নিয়ে সিদ্ধান্তের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা এসোসিয়েশন এর নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন