নিউইয়র্ক     শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৮

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩ | ১০:৫৯ অপরাহ্ণ | আপডেট: ২৯ মার্চ ২০২৩ | ১০:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৮

সৌদি আরবে বাস দুর্ঘটনা। ছবি : সংগৃহীত

সৌদি আরবে ওমরাহ যাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এই দুর্ঘটনায় আহত ১৬ জন দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বুধবার (২৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে হতাহতের এই সংখ্যা জানা যায়। এর আগে, গত সোমবার সৌদি আরবের আসির প্রদেশে ওমরাহ যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনার শিকার হলে বেশ কয়েকজন হতাহত হন।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে ব্রেক ফেল করে সেতুর সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এসময় তাতে আগুন ধরে যায়। পরে সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনার শিকার বাসটিতে মোট যাত্রীর সংখ্যা ছিল ৪৭ এবং এদের মধ্যে বাংলাদেশি ৩৪ জন। প্রসঙ্গত, মক্কা থেকে প্রায় সাড়ে ৬০০ কিলোমিটার দূরবর্তী সংযোগ সড়কটি পাহাড় কেটে তৈরি করা হয়েছিল। এরমধ্যে ১১টি টানেল এবং ৩২টি সেতু রয়েছে।

নিহতদের নাম-পরিচয়
১। রুকু মিয়া, পিতা: কালা মিয়া, থানা-উপজেলা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া
২। মো. ইমাম হোসাইন রনি, পিতা: মো. আব্দুল লতিফ, থানা-উপজেলা: টঙ্গী, জেলা: গাজীপুর
৩। খাইরুল ইসলাম
৪। মো. রাসেল মোল্লা
৫। মো. নজরুল ইসলাম, পিতা: কাউসার মিয়া, থানা: কোতোয়ালি, জেলা: যশোর
৬। রুহুল আমিন
৭। সবুজ হোসাইন, লক্ষ্মীপুর
৮। মো. হেলাল উদ্দিন, নোয়াখালী
৯। মোহাম্মদ আসিফ, উপজেলা: মহেশখালী, জেলা: কক্সবাজার
১০। শাফাতুল ইসলাম, উপজেলা: মহেশখালী, জেলা: কক্সবাজার
১১। শাহিদুল ইসলাম, পিতা: মো. শরিয়ত উল্লাহ, উপজেলা: সেনবাগ, জেলা: নোয়াখালী
১২। তুষার মজুমদার
১৩। মামুন মিয়া, পিতা: আব্দুল আউয়াল, উপজেলা: মুরাদনগর, জেলা: কুমিল্লা
১৪। মিরাজ হোসাইন
১৫। গিয়াস, পিতা: হামিদ, উপজেলা: দেবিদ্বার, জেলা: কুমিল্লা
১৬। মো. হোসাইন, পিতা: কাদের হোসাইন, উপজেলা: রামু, জেলা: কক্সবাজার
১৭। সাকিব, পিতা: আব্দুল আউয়াল
১৮। রানা মিয়া। সূত্র : সাম্প্রতিক দেশকাল

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন