নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ফার্মেসিতে গর্ভপাতের ওষুধ বিক্রির অনুমোদন দিচ্ছে এফডিএ

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩ | ০১:৫০ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ মার্চ ২০২৩ | ০২:০৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রে ফার্মেসিতে গর্ভপাতের ওষুধ বিক্রির অনুমোদন দিচ্ছে এফডিএ

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো খুচরা ওষুধ বিক্রেতাদেরকে গর্ভপাতের ওষুধ বিক্রির অনুমতি দিতে যাচ্ছে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংস্থাটি। এমন একটি সময়ে এ ঘোষণা এলো যখন দেশটির বহু অঙ্গরাজ্য গর্ভপাতের ওষুধ নিষিদ্ধের পথ খুঁজছে।

গত মঙ্গলবার (৩ জানুয়ারী) এফডিএ নিজেদের ওয়েবসাইটে জানায় সনদধারী ফার্মেসি বা সনদধারী প্রেসক্রাইবারের তত্ত্বাবধানে এ ধরনের ওষুধ বিক্রি করা যাবে। নিয়ন্ত্রক সংস্থার এ পরিবর্তন আগামীতে গর্ভপাত প্রবেশাধিকার পর্যন্ত প্রসারিত হবে বলেও ধারণা করা হচ্ছে।

বর্তমানে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যুক্তরাষ্ট্রের জনসাধারণের গর্ভপাতের অধিকার সুরক্ষিত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত বছর যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গর্ভপাত অধিকার সংক্রান্ত রো বনাম ওয়েড রায় উল্টে দেয়। এর মধ্য দিয়ে অরক্ষিত হয়ে পড়ে দেশটির নাগরিকদের গর্ভপাতের অধিকার।

গর্ভপাতের ওষুধ মিফেপ্রিস্টোন বিক্রির সনদ পেতে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবে ওষুধ বিক্রেতারা। সনদ পাওয়ার পর প্রেসক্রিপশনের ভিত্তিতে সরাসরি রোগীদের কাছে ওষুধ বিক্রি করতে পারবে তারা। এফডিএ ২০২১ সালের ডিসেম্বর প্রথম এ ধরনের পরিবর্তন নিয়ে কাজ করার কথা জানায়।

মিফেপ্রিস্টোন সেবনে মৃত্যুহার খুব কম পাওয়ার কথা জানিয়েছে এফডিএ। সংস্থাটি জানায়, ২০২০ সালের সেপ্টেম্বরে অনুমোদনের পর থেকে ২০২১ সালের জুন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। যদিও এই সময় পর্যন্ত দেশটিতে মিফেপ্রিস্টোন সেবন করেছেন প্রায় ৪৯ লাখ নারী।

সাথী /পরিচয়

শেয়ার করুন