নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে টর্নেডোতে ধ্বংস বহু ঘরবাড়ি, নিহত ৫

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩ | ১২:৩৮ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ | ১২:৩৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রে টর্নেডোতে ধ্বংস বহু ঘরবাড়ি, নিহত ৫

যুক্তরাষ্ট্রে টর্নেডোতে ধ্বংস বহু ঘরবাড়ি, নিহত ৫দক্ষিণ-পূর্ব মিসৌরিতে টর্নেডোতে ধ্বংস বহু ঘরবাড়ি- এপি

একটি বড় টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে বহু ঘরবাড়ি ধ্বংস করেছে। এখন পর্যন্ত এতে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। ওই অঞ্চলে আরও ঝড়ের সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে মিসৌরির বলিঞ্জার কাউন্টিতে টর্নেডো আঘাত হানে। স্থানীয় শেরিফ ক্যাসি গ্রাহাম সামাজিক মাধ্যমে জানিয়েছেন, পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, শক্তিশালী টর্নেডোর পর অনুসন্ধান ও উদ্ধার অব্যাহত রয়েছে। এটি গাছপালা এবং ঘরবাড়ি ধ্বংস করেছে। মিসৌরি স্টেট হাইওয়ে প্যাট্রোলের সার্জেন্ট ক্লার্ক প্যারট সাংবাদিকদের বলেন, ক্ষয়ক্ষতিবেশ ব্যাপক। এটি হৃদয়বিদারক।

মধ্য-পশ্চিমাঞ্চলীয় এবং দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহৎ অঞ্চলগুলোতে আরও ঝড়ের সম্ভাবনা রয়েছে। খুব শিগগিরই সেখানে শিলা ঝড়ও হতে পারে। কয়েক মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক অঞ্চল চরম আবহাওয়া এবং শীতকালীন ঝড়ের মুখোমুখি হয়েছে। গত সপ্তাহে শক্তিশালী ঝড় ১১টি টর্নেডো তৈরি করেছিল, যা মধ্য-পশ্চিমাঞ্চলীয় এবং দক্ষিণ রাজ্য জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে। তাতে কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়। সূত্র : রয়টার্স ও আল জাজিরা

শেয়ার করুন