নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব উষ্ণায়ন পারমাণবিক যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর : বাইডেন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১২:০৮ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ০১:০৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিশ্ব উষ্ণায়ন পারমাণবিক যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর : বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্ব উষ্ণায়ণ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। একে পারমাণবিক যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর বলে মনে করছেন তিনি। ভারতের দিল্লির জি-২০ সম্মেলন শেষে ভিয়েতনাম সফরে উষ্ণায়ণ নিয়ে এ আশঙ্কার কথা শোনান তিনি। বাইডেন বলেন, বর্তমানে বিশ্বজুড়ে উষ্ণায়ণ বৃদ্ধি পাচ্ছে। জলবায়ুর এ পরিবর্তন মানবতার অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।

প্রেসিডেন্টের মতে, ভবিষ্যতে উষ্ণায়ণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না তোলা হলে, পারমাণবিক যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর পরিণতি হতে পারে। এ উষ্ণায়ণ খতিয়ে দেখা প্রয়োজন। এ চ্যালেঞ্জ মোকাবিলা না করলে সমস্যায় পড়বে বিশ্ব। এ ক্ষেত্রে সব দেশকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তবে উষ্ণায়ণ নিয়ে বাইডেনের উদ্বেগ এ প্রথম নয়। গত জানুয়ারি মাসেও আমেরিকার একটি অনুষ্ঠানে উষ্ণায়ণ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।

বিশ্ব জলবায়ু পরিবর্তনের বিষয়ে জাতিসংঘের একটি প্যানেল বলেছে, বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৫০ সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। ফলে ছোট দ্বীপপুঞ্জসহ কিছু উপকূলীয় অঞ্চলও ডুবে যেতে পারে।

গত আগস্ট মাসে উষ্ণায়ন নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিল জাতিসংঘ। ২০২৩ সালের শেষের দিকে বিশ্বের তাপমাত্রা দেড় ডিগ্রি বেশি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন শাখার প্রধান জিম স্কেয়া। আর এর ফল মারাত্মক হতে পারে বলে জানিয়েছিলেন তিনি। কৃষি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছিলেন জিম। বিশ্ব উষ্ণায়ণের পেছনে মূলত গ্রিন হাউস গ্যাসকে দায়ী করা হয়ে থাকে। জীবাশ্ম জ্বালানি বৃদ্ধি পাওয়ায় উষ্ণায়ণ বাড়ছে বলে মনে করছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন শাখার প্রধান।

তবে, এ ক্ষেত্রে হাল না ছেড়ে এর সমস্যা সমাধানে এগিয়ে আসার কথা জানিয়েছিলেন তিনি। শুধু আমেরিকা ও ইউরোপের দেশগুলো নয়, একাধিক দেশ সমস্যা সমাধানে প্রয়োজনীয় গুরুত্ব দিচ্ছে বলে জানান জিম। এছাড়া সম্প্রতি উষ্ণায়ন নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এবার ফুটন্ত বিশ্বে আমরা পা রাখতে চলেছি বলে মন্তব্য করেছিলেন তিনি। সূত্র : ঢাকা পোষ্ট

শেয়ার করুন