নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিভক্ত কংগ্রেসকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রেসিডেন্ট বাইডেনের

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:১৮ অপরাহ্ণ | আপডেট: ০১ মার্চ ২০২৩ | ১০:২১ অপরাহ্ণ

ফলো করুন-
বিভক্ত কংগ্রেসকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রেসিডেন্ট বাইডেনের

রাজনৈতিকভাবে বিভক্ত যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গত ৭ ফেব্রুয়ারী মঙ্গলবার প্রেসিডেন্ট তাঁর বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এই আহ্বান জানান। ভাষণে বাইডেন তাঁর প্রশাসনের নানা অর্জন-সাফল্যের কথা তুলে ধরেন। তিনি অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেন।

বাইডেনের এই ভাষণকে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতার নকশাপরিকল্পনা হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে তিনি শিগগির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে। বাইডেন তাঁর শিক্ষানীতি বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। পাবলিক স্কুলে শিক্ষক বাড়াতে আহ্বান জানিয়েছেন। পুলিশ সংস্কারের আহ্বান জানিয়েছেন বাইডেন। তিনি যুক্তরাষ্ট্রে নির্বিচারে গুলি নিয়ে কথা বলেছেন বাইডেন। তাঁর দেশে অ্যাসল্ট অস্ত্র নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন।

বাইডেন বলেছেন, একবারের জন্য, সব জন্য এই অ্যাসল্ট অস্ত্র নিষিদ্ধ করা হোক। যুক্তরাষ্ট্র আগেও এই কাজ করেছে। তখন সুফল পাওয়া গিয়েছিল। নির্বিচারে গুলির ঘটনা কমে এসেছিল। বাইডেন বলেছেন, তিনি চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে এই বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটন প্রতিযোগিতা চায়। কোনো সংঘাত চায় না। চীনের সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কংগ্রেসের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রশংসা করে বাইডেন বাইডেন বলেন‘আমরা ন্যাটোকে ঐক্যবদ্ধ করেছি। একটি বৈশ্বিক জোট তৈরি করেছি। আমরা পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আমরা ইউক্রেনের জনগণের পাশে দাঁড়িয়েছি।’। জলবায়ু সংকটকে অস্তিত্বের জন্য হুমকি বলে অভিহিত করেন বাইডেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিপদের বাস্তবতা মানতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অনেক কিছু করার আছে।

শেয়ার করুন