নিউইয়র্ক     সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাইডেনের সঙ্গে আলোচনার পর পিছু হটলেন নেতানিয়াহু

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৩ | ০৭:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: ২১ মার্চ ২০২৩ | ০৭:৩৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
বাইডেনের সঙ্গে আলোচনার পর পিছু হটলেন নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : রয়টার্স

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিচার ব্যবস্থা সংস্কার পরিকল্পনা নিয়ে অবস্থান নরম করেছেন। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনার পর এই অবস্থান পরিবর্তন করেন তিনি। সমালোচকরা বলছেন, সংস্কারে নমনীয়তা আনার পরও এটি সুপ্রিম কোর্টের ব্যবস্থাপনার ওপর সাংবিধানিক ক্ষমতা প্রদর্শণের চ্যালেঞ্জ তৈরি করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নেতানিয়াহু ডানপন্থী ক্ষমতাসীন জোটের এই সংস্কার প্রস্তাবের বিরোধিতায় ইসরায়েলজুড়ে ব্যাপক বিক্ষোভ চলমান রয়েছে। রবিবার বিক্ষোভটি ১১তম সপ্তাহে গড়িয়েছে। ইসরায়েলে এমন বিক্ষোভ নজিরবিহীন। এছাড়া এই সংস্কারের ফলে ইসরায়েলের বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে দেশটির পশ্চিমা মিত্রদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। বাইডেনের সঙ্গে আলোচনার পর নেতানিয়াহু বলেছেন, সংস্কার কর্মসূচির বেশিরভাগ ধারা আইনে পরিণত হওয়া থেকে বাদ দেবেন তিনি।

আরো পড়ুন । বাইডেন হারলে ফিরবেন ট্রাম্প, নয়তো ট্রাম্পের ছায়া

নেতানিয়াহুকে বাইডেন বলেছেন, বিচার ব্যবস্থা সংস্কারে আপসকে সমর্থন জানাবেন তিনি। হোয়াইট হাউজ বলেছে, বিস্তৃত সমঝোতা এবং নজরদারি ও ভারসাম্য বজায় রাখার জন্য উৎসাহ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জবাবে নেতানিয়াহু ইসরায়েলের গণতন্ত্রের মান নিয়ে বাইডেনকে আশ্বস্ত করেছেন।১২ এপ্রিল প্রস্তাবটি পার্লামেন্টে আইনে পরিণত হতে পারে। এটি পাস হলে বিচারপতি মনোনয়নের ক্ষমতা পাবে পার্লামেন্ট। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, এই সংস্কার প্রস্তাব হলো বিচার ব্যবস্থা কুক্ষিগত করার নীলনকশা।

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন