নিউইয়র্ক     শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলা টাউনে আসছেন ব্রিটেনের রাজা ও কুইন কনসর্ট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | ০৮:২১ পূর্বাহ্ণ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | ০৮:২১ পূর্বাহ্ণ

ফলো করুন-
বাংলা টাউনে আসছেন ব্রিটেনের রাজা ও কুইন কনসর্ট

ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা ৮ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির প্রাণকেন্দ্র বাংলা টাউন সফরে আসছেন। সফরে তারা আলতাব আলী পার্কে অবস্থিত শহীদ মিনার, ব্রিকলেন এলাকা ও ব্রিকলেন জামে মসজিদ পরিদর্শন করবেন। ব্রিটে‌নে বাংলা‌দেশি ক‌মিউনিটির চার প্রজ‌ন্মের বিভিন্ন অর্জন, ইতিহাস-ঐতিহ্য ও সাফল‌্যকে উদযাপ‌ন এবং অনুপ্রাণিত করতে তাদের এই সফর।

ব্রিটে‌নে প্রায় দশ লাখ বাংলা‌দেশি বসবাস কর‌লেও ব্রিক‌লেন বাংলা টাউন এলাকা তথা পুর্ব লন্ড‌নেই বেশিরভাগ ব্রিটিশ-বাংলাদেশির বসবাস। রাজা চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলা বাংলা টাউনে তাদের সফরের প্রথম পর্বে আসবেন আলতাব আলী পার্কে। এই পার্ক ও এখানে স্থাপিত শহীদ মিনার বাংলাদেশি জনগোষ্ঠীর সংগ্রামী ইতিহাসের স্মারক। আলতাব আলী পার্ক ব্রিটেনে বর্ণবাদের বিরুদ্ধে বাঙালির আন্দোলনেরও প্রতীক।

আলতাব আলী পার্কে রাজা চার্লস ও কুইন কনসর্ট পৌঁছার তাদের স্বাগত জানাবেন লর্ড লেফট্যানেন্ট অব গ্রেটার লন্ডন স্যার কেনেথ ওলিসা ওবিই। পরে রাজ অতিথিদের স্বাগত জানাবেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। আলতাব আলী পার্কে শহীদ মিনার প্রাঙ্গণে রাজা চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলা পরিচিত হবেন ৭০-এর দশকে লন্ডনে বর্ণবাদবিরোধী আন্দোলনের সংগ্রামী ব্যক্তিত্বদের সঙ্গে।

এ সফর প্রসঙ্গে ব্রিটে‌নে বর্ণবাদবি‌রোধী আন্দোলনের সংগঠক মো. লোকমান উদ্দীন বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, ষাট ও সত্তর দশ‌কে আমা‌দের অগ্রজ বাংলা‌দেশি‌দের ও আমাদের এখানকার বর্ণবাদী‌দের বিরু‌দ্ধে রীতিমতো আন্দোলন করে টিকে থাকতে হয়েছে। আজ‌কের বাংলাদেশি কমিউনিটি সেই সংগ্রা‌মের ভি‌ত্তির ওপর প্রতিষ্ঠিত।

এই সফরের আয়োজন করেছেন ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন (বিবিপিআই)-র প্রতিষ্ঠাতা-ট্রাস্টি আয়েশা কোরেশী এমবিই, জেপি ও টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর আবদাল উল্লাহ। তাদের সহযোগিতা করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, ব্রিকলেন বিজনেস অ্যাসোসিয়েশন ও ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্ট।

কাউন্সিলর আবদাল উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেছেন, রাজা ও কুইন কনর্সট‌ শহীদ মিনার চত্বরে আস‌বেন। তা‌দের‌কে এই শহীদ মিনা‌রের ইতিহাস জানা‌নো হ‌বে। ত‌বে প্রটোকলে না থাকায় তারা নি‌জেরা কোনও ফুল বা পুষ্পস্তপক অর্পণ কর‌বেন না। সূত্র : বাংলা ট্রিবিউন

শেয়ার করুন