নিউইয়র্ক     শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে আবু সাইদ আহমদ ও ইলিয়াস খান সংবর্ধিত

বাংলাদেশে নির্বাচনের আগেই সরকার পতন হবে – যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩ | ০৯:১৫ পূর্বাহ্ণ | আপডেট: ১৮ মার্চ ২০২৩ | ০৯:১৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
বাংলাদেশে নির্বাচনের আগেই সরকার পতন হবে – যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বর্তমান সরকারের পতন হবে। অতীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার এরশাদ সরকারের পতন হয়েছিল। এবার শেখ হাসিনার পতন হবে তারুণ্যের অহঙ্কার তারেক রহমানের নেতৃত্বে বলেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। গত ১৩ মার্চ সোমবার সন্ধ্যায় উডসাইডের একটি পার্টি হলে নিউইয়র্ক স্টেট যুবদল আয়োজিত আবু সাইদ আহমদ ও ইলিয়াস খানকে প্রদত্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন টুকু।

নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি সৈয়দ এনাম আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য জিল্লুুর রহমান জিল্লুু, বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, ইলিয়াস খান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, বিএনপি নেতা আব্দুস সবুর, মোশাররফ হোসেন সবুজ, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, নিউইয়র্ক মহানগর বিএনপির উত্তরের সদস্য সচিব ফয়েজ চৌধুরী, দক্ষিণের যুগ্ম-আহ্বায়ক এমলাক হোসেন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, এবাদ চৌধুরী, এম বাসেত রহমান, মার্শাল মুরাদ, যুবদলে নেতা আতিকুল হক আহাদ, মিজানুর রহমান মিজান, মাইনুল উদ্দিন মাহবুব, জি এম জাহাঙ্গীর, মোহাম্মদ শিকদার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (ফ্রান্স) মিল্টন সরকার, সুইডেন থেকে খায়রুজ্জামান লিংকন, আনোয়ার হোসেন পলাশ, সালেহ আহমেদ রুবেল, বাদল মির্জা, নূর আলম, জাহিদ খান, ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন, আবুল কাশেম, মোয়াজ্জেম হোসেন সোহাগ প্রমুখ।

যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদকে যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ইলিয়াস খানক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানানো হয়।

শেয়ার করুন