নিউইয়র্ক     শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্ক ষ্টেট যুবদলের সহ সভাপতি বিএম বাদশাহর ইন্তেকাল, নিউ জার্সিতে দাফন সম্পন্ন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩ | ১০:৪৩ অপরাহ্ণ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ | ১০:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্ক ষ্টেট যুবদলের সহ সভাপতি বিএম বাদশাহর ইন্তেকাল, নিউ জার্সিতে দাফন সম্পন্ন

নিউইয়র্ক ষ্টেট যুবদলের সহ সভাপতি প্রবাসী বাংলাদেশিদের পরিচিত মুখ বিএম বাদশাহ (৬২) হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজেউন)। গত ৯ আগস্ট বুধবার দুপুর ২টায় কুইন্স বুলেভার্ডস্থ একটি মোটেলে তিনি মারাত্মক হৃদরোগে আক্রান্ত হন। নিকটস্থ নিহাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।বিএম বাদশা’র দেশের বাড়ি খুলনার বাগেরহাটে। ব্যক্তিগত জীবনে বিবাহিত ও ২৩ বছরের একটি ছেলে রয়েছে তাঁর। ম্যানহাটনে একটি গিফট শপে কাজ করতেন। উডসাইডে দীর্ঘদিন বসবাসের পর সম্প্রতি তিনি জামাইকায় বসবাস করেছিলেন। সদালাপী ও একজন সজ্জন মানুষ হিসেবে অনেকের প্রিয়ভাজন বিএম বাদশাহর মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

১১ আগস্ট শুক্রবার বাদ জুমা উডসাইডের আহলে বায়াত মসজিদে জানাজা শেষে নিউজার্সীর মালবরো মমুসলিম কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। যুক্তরাষ্ট্র বিএনপি, সকল অংগসংগঠন ও সহেযাগী সংগঠনের পক্ষে থেকে শোক ও বিএম বাদশাহর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। শোকবার্তায় বিএম বাদশাকে একজন নিষ্ঠাবান সংগঠক উল্লেখ করে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

শেয়ার করুন