নিউইয়র্ক     শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিকদের প্রতি সভ্য লোকদের লায়নস ক্লাব এর অসভ্য আচরণ

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়নস ক্লাব’র নতুন সভাপতি শাহ নেওয়াজ ও সাধারণ সম্পাদক পদে রাসেল

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৩ | ০৭:৫০ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ জুন ২০২৩ | ০৭:৫০ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়নস ক্লাব’র নতুন সভাপতি শাহ নেওয়াজ ও সাধারণ সম্পাদক পদে রাসেল

ছবি নিহার সিদ্দিকী

গত মঙ্গলবার ২০ জুন দায়িত্ব পালন করতে আসা সাংবাদিকদের প্রতি সভ্য লোকদের লায়নস ক্লাব এর অসভ্য আচরণ এর মধ্য দিয়ে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়নস ক্লাব এর নতুন কমিটির নির্বাচনে প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়েছেন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিক, কুইন্স কমিউনিটি বোর্ড সদস্য ও সাপ্তাহিক আজকালের সম্পাদক ও দুইবারের সাবেক প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। তার বিপক্ষে প্রথমবারের মত লড়েছেন একজন মহিলা বারি হোম কেয়ারের চেয়ারম্যান মুনমুন হাসিনা বারী। তিনি লায়ন ডিস্ট্রিক্ট ২০-আর ২ এর সেকেন্ড গর্ভনর ও বারি হোম কেয়ারের প্রেসিডেন্ট আসেফ বারি টুটুলের সহধর্মিনী। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জে এফ এম রাসেল।

মঙ্গলবার রাতে উপস্থিত সাংবাদিকদের সিকিউরিটি দিয়ে হেনস্থা ও তুমুল বাবকিতন্ডার মধ্যে অনুষ্ঠিত হয় সংগঠনের সাধারণ সভা। ভোটের আগে সভায় কয়েকজন সদস্যের ভোটাধিকার না থাকায় তীব্র বাদানুবাদ দেখা দেয়। ৫ জন সদস্য চাঁদা পরিশোধ করার পরও ভোটার তালিকায় তাদের নাম না থাকায় হৈচৈ এর ঘটনা ঘটে। এ জন্য সদস্যরা নির্বাচন কমিশন ও চরম ব্যর্থ ও বিদায়ী প্রেসিডেন্ট আহসান হাবিব ও প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সাঈদ এর অযোগ্যতা ও দায়িত্ব পালনে স্বচ্ছতার অভাবকে দায়ী করেন। সাধারন সভা ও ভোট গ্রহন পর্ব কোন অধিবেশনেই সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না। যদিও অনুষ্ঠানস্থল থেকে একাধিক ব্যক্তি সভাস্থলে তুমুল বাকবিতন্ডার ভিডিও ফেসবুক লাইভে আপলোড করেছেন।

শেয়ার করুন