নিউইয়র্ক     শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নয়ন-আলী পরিষদের স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক প্রার্থী মো. সামাদ মিয়ার কৃতজ্ঞতা

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২ | ০১:৩৪ অপরাহ্ণ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২ | ০১:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
নয়ন-আলী পরিষদের স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক প্রার্থী মো. সামাদ মিয়ার কৃতজ্ঞতা

নয়ন-আলী পরিষদের স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক প্রার্থী মো. সামাদ মিয়া।

সদ্য সমাপ্ত বাংলাদেশ সোসাইটির নির্বাচনে নয়ন-আলী পরিষদের স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক প্রার্থী মো. সামাদ মিয়া জাকের এক বিবৃতিতে বাংলাদেশ সোসাইটি ইনকের ট্রাস্টি বোর্ড, সদস্য, আজীবন সদস্য, নির্বাচন কমিশনার ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেছেন ‘জয়-পরাজয় বড় কথা নয়, আল্লাহর উপর ভরসা করে মানুষ ও মানবতার কল্যাণে ছুটে চলাই আমার দৃঢ়তা’।

জনাব সামাদ আরো বলেন, গত ১৮ সেপ্টেম্বর রোববার বাংলাদেশ সোসাইটির ৪ বছরের বহুল প্রতিক্ষিত নির্বাচন সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে আমি নয়ন আলী প্যানেল থেকে নির্বাচন করি। এই নির্বাচন চলাকালীন সময়ে যারা আমার জন্য নিরলসভাবে অক্লান্ত পরিশ্রম করে ভালোবাসা ও দোয়া দিয়েছেন তাদের কাছে আমি চিরঋণী। বিশেষ করে ব্রঙ্কসবাসী যারা আমাকে সর্বোচ্চ ভোট প্রদান করেছেন তাদের প্রতি আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে রব-রুহুল পরিষদের নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে জনাব সামাদ বলেন, নব নির্বাচিত নেতৃবৃন্দ বাংলাদেশ সোসাইটির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের পাশে থেকে সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাবেনÑএই আশা পোষণ করছি। আমি সোসাইটির আগামী পথচলা শুভ ও সফলতা কামনা করছি।

জনাব সামাদ আরো বলেন, মানব সেবাই হল শ্রেষ্ঠ ধর্ম। সুখে-দুঃখে অতীতের মতো আমি সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

পরিচয়/টিএ

শেয়ার করুন